
তাওহিদ হৃদয়ের শাস্তি নিয়ে গত কদিন ধরেই নাটক শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটা সমাধান দিলেও তাতে নাটক শেষ বলে ধরে নেওয়া যাচ্ছে না। কেননা মোহামেডানের বর্তমান অধিনায়কের বিষয়েই আজ সংবাদ সম্মেলন ডেকেছিলেন তামিম ইকবাল।
তামিমের ডাকে মোহামেডান ক্লাবের ক্রিকেটাররা তো মিরপুরে হাজির হয়েছিলেনই সাথে অন্য দলের ক্রিকেটাররাও আসছিলেন।
নিজেদের মধ্যে এক ঘণ্টার বেশি আলোচনা করার পর বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে বৈঠক করেন তারা। সেই আলোচনা শেষেই সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন তামিম।
হৃদয়কে নতুন করে শাস্তি দেওয়াকে হাস্যকর বলে জানিয়েছেন তামিম। গত মাসে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে বিকেএসপিতে হার্ট অ্যাটাকে অসুস্থ হওয়া তামিম আজ প্রথমবারের মতো গণ মাধ্যমের সাথে কথা বলেছেন।
তিনি বলেছেন, ‘তাওহিদ হৃদয়ের দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তখন কেউ নিয়ে কোনো কথা বলেনি। কিছুদিন পর তার শাস্তি দুই ম্যাচ থেকে এক ম্যাচ করা হয়েছে। বিসিবি এটা করেছে।
তখনো আমরা কোনো কথা বলিনি। এক ম্যাচ শাস্তি ভোগ করার পর সে দুই ম্যাচ খেলল। তার মানে সে তার শাস্তি ভোগ করেছে। দুই ম্যাচ খেলার পর গতকাল আমরা শুনেছি তাকে আবার এক ম্যাচের জন্য বহিষ্কার করা হয়েছে। এটা কোন নিয়মে করা হয়েছে আমাদের জানা নেই।
এটা হাস্যকর। বিসিবি তাকে খেলতে দিয়েছে, আবার কিভাবে শাস্তি দেয়।’
এ ছাড়া ডিপিএলে কিছুদিন আগে এক ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। সেই ম্যাচ নিয়েও কথা বলেছেন তামিম। আজকের মিটিংয়ে বিসিবির আরও দুজন উপস্থিত ছিলেন। তারা হচ্ছেন- ক্রিকেট পরিচলনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ও আম্পায়ার্স এবং মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান।
টিএইচ