ঢাকা,

২৯ এপ্রিল ২০২৫


এনসিপির যুগ্ম সদস্যসচিব সালাউদ্দিন তানভীরকে অব্যাহতি

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ২১:৪৪, ২১ এপ্রিল ২০২৫

আপডেট: ২১:৪৫, ২১ এপ্রিল ২০২৫

এনসিপির যুগ্ম সদস্যসচিব সালাউদ্দিন তানভীরকে অব্যাহতি

ফাইল ছবি

জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় দৈনিক ইনকিলাব-এ প্রকাশিত এক প্রতিবেদনে সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে উল্লিখিত গুরুতর অভিযোগ উঠে এসেছে।

এনসিপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন অভিযোগগুলোর লিখিত ব্যাখ্যা আগামী ৭ দিনের মধ্যে জমা দিতে তানভীরকে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে, কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে পূর্বে প্রদত্ত মৌখিক সতর্কতা উপেক্ষার কারণেও সালাউদ্দিন তানভীরকে সাময়িকভাবে দলের সব ধরনের দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে শৃঙ্খলা কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

ইউ

News