
ছবি সংগৃহীত
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০ এপ্রিল (রোববার) দিনগত রাতের অভিযানে রাজধানীর মহাখালী ওয়ারলেস গেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার তিনজন হলেন— মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) এবং আল আমিন সানি (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাখালী ওয়ারলেস গেইট ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তদন্তে পাওয়া সিসিটিভি ফুটেজে হত্যাকাণ্ডের সময় তাদের উপস্থিতি নিশ্চিত হওয়ায় এবং অন্যান্য আলামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
এজাহার সূত্রে জানা গেছে, শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে পারভেজের সঙ্গে তারই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর তর্কাতর্কি হয়। বিষয়টি মীমাংসার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই পক্ষকে বসায়।
তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর একদল যুবক জাহিদুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরদিন রোববার ভোরে নিহতের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখিত আসামিদের সঙ্গে মোবাইল ফোন ও মেসেজের মাধ্যমে যোগাযোগ করেই দ্বিতীয় আসামিকে ঘটনাস্থলে ডেকে আনা হয় বলে জানায় পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার তিনজন মামলার অন্যান্য অজ্ঞাতনামা পলাতক আসামিদের চেনে এবং তাদের অবস্থান সম্পর্কেও জানে। তাদের তথ্যের ভিত্তিতে বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে তারা।
ইউ