
আলোচিত চিত্রনায়িকা শামসুন নাহার স্মৃতি ওরফে পরীমনির বিরুদ্ধে গৃহকর্মী পিংকি আক্তার বাদী হয়ে মামলা করেছেন।
এই মামলায় পরীমনির সাথে একই ফ্লাটে বসবাসরত সৌরভ (২৮) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে ভুক্তভোগী গৃহকর্মী এই মামলা করেন।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ৮ মে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসিদুস জামান নিশান এই তথ্য জানিয়েছেন।
টিএইচ