ঢাকা,

২৯ এপ্রিল ২০২৫


ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৬:১৬, ২৫ এপ্রিল ২০২৫

ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি

মিরপুর শের-ই-বাংলায় আজ সকাল থেকেই ক্রিকেটারদের আনাগোনা। বেলা এগারোটা নাগাদ তামিম ইকবালের প্রবেশের পর ক্রিকেটারদের আনাগোনা আরো বাড়তে শুরু করে। মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানদের পাশাপাশি দেখা যায় নাঈম শেখ এমনকী শরিফুল ইসলামদেরও।

একাডেমি ভবনে আলোচনায় বসেন ক্রিকেটাররা। যা চলে দীর্ঘক্ষণ। এরপর জুমার নামাজের বিরতির পর ক্রিকেটারদের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

সেখানে থাকবেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুও। মিটিং শেষে জানা যাবে বিস্তারিত।

এর আগে তামিমের ডাকে এদিন মিরপুরে হাজির হন নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, শরিফুল ইসলাম এবং শামীম হোসেন পাটোয়ারীরা। আরও ছিলেন ইলিয়াস সানী, নাঈম শেখ ও জিয়াউর রহমানরা।

শোনা যাচ্ছে, প্রিমিয়ার লিগে গত কয়েক দিনে তাওহিদ হৃদয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে গণমাধ্যমে কথা বলতে পারেন তামিম। প্রসঙ্গত, অসুস্থতায় ছিটকে যাওয়ার আগে মোহামেডানের নেতৃত্বে ছিলেন টাইগার সাবেক এই ওপেনার। 

টিএইচ

News