ঢাকা,

০৮ জানুয়ারি ২০২৫


ইউগ্রিন নিয়ে এলো অভিনব কয়েকটি পাওয়ার ব্যাংক এবং রোবোটিক মোবাইলফোন চার্জার

মাজহারুল ইসলাম মিচেল

প্রকাশিত হয়েছে: ২০:১৫, ৭ অক্টোবর ২০২৪

ইউগ্রিন নিয়ে এলো অভিনব কয়েকটি পাওয়ার ব্যাংক এবং রোবোটিক মোবাইলফোন চার্জার

 

দেশের বাজারে ইউগ্রিন ব্রান্ডের ৬ টি ভিন্ন মডেলের পাওয়ার ব্যাংক আর ৪ টি নতুন মডেলের রোবোটিক চার্জার নিয়ে এলো শীর্ষ প্রযুক্তি পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্রান্ড পিএলসি। রোবোটিক চার্জার প্রতিটিতে  জিএএন প্রযুক্তির ফাস্ট চার্জিং সাপোর্ট করে।


পিবি৭২০ঃ ম্যাকবুক চার্জ দেওয়ার কথা মাথায় রেখে টেকসই বিল্ড কোয়ালিটি নিয়ে এই পাওয়ার ব্যাংকটি মার্কেটে এসেছে। ১০০ ওয়াট ২০০০০ এমএএইচ ক্ষমতার এই পাওয়ার ব্যাংকে ৩ টি পোর্টের পাশাপাশি সুবিধা হিসেবে রয়েছে ডিজিটাল ডিসপ্লে, অটো শাট-অফ, পাস-থ্রু চার্জিং, এমএফআই অনুমোদিত, ফ্লাইট অ্যাপ্রুভড ।
 

পিবি২০৫ঃ ১৪৫ ওয়াটের সাথে ২৫০০০ এমএএইচ ক্ষমতা সম্বলিত ইউগ্রিন ব্রান্ডের পাওয়ার ব্যাংক দেশের বাজারে এনেছে গ্লোবাল ব্রান্ড পিএলসি। পোর্ট হিসেবে এতে আছে ইউএসবি টাইপ সি১ যা পিডি ৩.১, ইউএসবি টাইপ সি২ যা পিডি ৩.০ এবং ইউএসবি-এ যা কুইক চার্জ ৩.০ সমর্থন করে। ৫০৫ গ্রাম ওজনের এই পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ডিজিটাল ডিসপ্লে সাথে ফ্লাইট অনুমোদিত সুবিধা বিদ্যমান।

পিবি২০৬ঃ তারবিহীন চৌম্বকিও চার্জিং সুবিধা নিয়ে সর্বোচ্চ ১৫ ওয়াটের চার্জিং দিবে ডিজিটাল ডিসপ্লে সম্বলিত এই পাওয়ার ব্যাংকটি। ইউএসবি টাইপ সি পোর্টে সর্বোচ্চ ২০ ওয়াট, ইউএসবি টাইপ এ পোর্টে সর্বোচ্চ ২২.৫ ওয়াট পাওয়ার সাপোর্ট দিবে এটি। পাওয়ার ব্যাংকটি মোবাইল স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা সম্ভব। ১০০০০ এমএএইচ এই পাওয়ার ব্যাংক আইফোন ১৪/১৩/১২ প্রো দুইবার করে চার্জ করতে সক্ষম। ওজন মাত্র ২২০ গ্রাম।

পিবি৫০২ঃ ছোট এই পাওয়ার ব্যাংকটির ওজন মাত্র ৩৫০ গ্রাম। পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ৩০ ওয়াটের ১০০০০ এমএএইচ ২ টি লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে চার্জিং ক্ষমতা। স্মার্ট ডিসপ্লে যুক্ত ছোট এই পাওয়ার ব্যাংকটি বহনে হবে সহজযোগ্য যা ১ বছরের বিক্রয়ত্ত সেবা নিশ্চিত করে।

পিবি৫৬১ঃ পাওয়ার ব্যাংকটি ১০০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারিতে ২০ ওয়াট তারবিহীন চৌম্বক চার্জিং প্রদান করবে। দেখতে স্লিম ডিজাইনের এই পাওয়ার ব্যাংকে পাওয়ার  ইনডিকেটোর সুবিধার সাথে রয়েছে ২.৫ ঘণ্টা চার্জিং সুবিধা। বিল্ড ম্যাটেরিয়াল হিসবে এতে ব্যাবহার হয়েছে পিসি+এবিএস, ভি-০ ফায়ার রেটিং।


পিবি৩১১ঃ কুইক চার্জ ৩.০ ফিচার নিয়ে ৩ ঘণ্টায় ফুল চার্জ করতে পারে পিবি৩১১ পাওয়ার ব্যাংকটি। ১০০০০ এমএএইচ ২০ ওয়াট এই পাওয়ার ব্যাংকে ২ ওয়ে চার্জিং সাপোর্ট করে। মেটাল বিল্ড ম্যাটেরিয়ালের সাথে ১ বছরের বিক্রয়ত্ত সেবা রয়েছে এটাতে।

সিডি৩৫৯ঃ মার্কেটে এবার ৩০ ওয়াটের মিনি অ্যাডভান্স জিএএন ফাস্ট টেকনোলজি নিয়ে ইউগ্রিন নিয়ে এলো নেক্সওড মিনি রোবোটিক চার্জার। এতে রয়েছে টাইপ সি পোর্ট, মাল্টি ডিভাইস ব্যাবহারের সুবিধা, মাল্টি প্রটেকশন, এলইডি ডিসপ্লে। মাত্র ০.৪ পাউন্ড ওজনের এই অ্যাডাপ্টারে ১ বছরের বিক্রয়ত্ত সেবা আছে যা পাওয়া যাবে বেগুনি ও কালো ২ টি কালারে।

সিডি৩৬১ঃ শক্তিশালী ও দ্রুত চার্জিং এর প্রয়োজনে এই চার্জারটি। ২ টি টাইপ সি পোর্টের সাথে ১ টি ইউএসবি টাইপ এ পোর্ট রয়েছে ৬৫ ওয়াটের এই চার্জারে। এছাড়াও এই চার্জারে রয়েছে বোল্ড জিএএন ফাস্ট টেকনোলজি, মাল্টি লেয়ারড নিরাপত্তা সুবিধা, ডিজিটাল ডিসপ্লে এবং ম্যাগনেটিক বুটস সুবিধা। 

প্রোডাক্ট গুলি পাওয়া যাবে গ্লোবাল ব্রান্ড পিএলসি - এর ওয়েবসাইট , সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।

News