কক্সবাজারের উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছেন। গ্রেপ্তার হলো- রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের হাকিম আলী পাড়ার মৃত ছৈয়দ আহমদের ছেলে ইমাম হোসেন ওরফে মিজান।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উখিয়া-টেকনাফ হাইওয়ে সড়ক টিএনটি এলাকা থেকে এ মাদক কারবারিকে ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. মাহাবুল কবির।
তিনি জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। দুপুরে তাকে কক্সবাজার জেলহাজতে পাঠানো হয়েছে।
টিএইচ