ছবি সংগৃহীত
নাগরিকদের ব্যক্তিগত তথ্যভাণ্ডার বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত সংবিধান পরিপন্থি বলে মনে করে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। এর মাধ্যমে অপারেটরদের অনৈতিক ব্যবসা করার সুযোগ দেয়া হচ্ছে বলে অভিযোগ সংগঠনটির নেতাদের।
শনিবার (২০ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, সিম কেনার আগে জাতীয় পরিচয়পত্র দিতে হয়। নির্বাচন কমিশন পরিচয় নিশ্চিত করে। এ ছাড়া অন্য কোনো ব্যক্তিগত তথ্য অপারেটরদের দেয়া হয় না। কিন্তু বিটিআরসি অপারেটরদের কাছে তথ্যভাণ্ডার তৈরির জন্য চিঠি দিয়েছে। এর মাধ্যমে ব্যক্তিগত গোপনীয় তথ্য বেসরকারি কোম্পানির কাছে চলে যাবে। তথ্য সুরক্ষার সঙ্গে এটি সাংঘর্ষিক। আমরা মনে করি এটি ন্যায়সঙ্গত নয়।
সরকারের কাছে থাকা তথ্য অন্যদের কাছে দিয়ে রাখা মোটেও যুক্তিসঙ্গত নয় উল্লেখ করে তিনি বলেন, এর মূল উদ্দেশ্য কাউকে না কাউকে সুবিধা দেয়। জনগণের তথ্য নিয়ে ব্যবসা করার এমন সিদ্ধান্ত সাংঘর্ষিক।
তিনি আরো বলেন, আমাদের দাবি কোনোভাবেই নাগরিকের ব্যক্তিগত তথ্য ও উপাত্ত বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা যাবে না। নাগরিকের তথ্যভাণ্ডারে অনুপ্রবেশের অধিকার কোনো বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেয়া যাবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জুহা, সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত জাহান প্রমুখ।
ইউ