ঢাকা,

২১ নভেম্বর ২০২৪


কোনো ব্যাংক বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৭:৩৩, ১৯ নভেম্বর ২০২৪

কোনো ব্যাংক বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা

ছবি সংগৃহীত

অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার কারণে কয়েকটি ব্যাংক আর্থিক সংকটে থাকলেও কোনো ব্যাংক বন্ধ হবে না বলে আশ্বস্ত করে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, তবে এটাও সত্য কয়েকটা ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংক খাতের যে সব খারাপ সিনড্রোম ছিলো সেগুলো কারেকশন হচ্ছে। ইসলামী ব্যাংক দুর্বলতা কাটিয়ে উঠছে। কোনো ব্যাংক বন্ধ করার ইচ্ছা সরকারের নেই। এটা আমরা সকলকে আশ্বস্ত করছি। আমানতকারীদের সুরক্ষা দেওয়া হবে ব্যাংক খাতে হারানো আস্থা ফিরে আনা আমাদের অন্যতম লক্ষ্য।

কয়েকটি ব্যাংকের বর্তমান সংকটে বন্ধ হবার সম্ভাবনা আছে কিনা, জানতে চাইলে অর্থ উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, কোন ব্যাংক বন্ধ হবে না। তবে তারল্য ঘাটতির কারণে কোনো কোনো ব্যাংকে কিছু সাময়িক অসুবিধা থাকবে। তিনি জানান, এক লাখ টাকার চেক দিয়ে ৫ হাজার টাকা পাওয়া মোটেও গ্রহণযোগ্য নয়।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আগের সরকারের জঞ্জাল আমাদের কাঁধে সিন্দবাদের ভূতের মত চেপে বসেছে, উন্নয়ন সহযোগীরাও দেশের মানুষের মত বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া ওসব জঞ্জাল আর কেউ মুক্ত করতে পারবে না।

তিনি বলেন, ব্যাংকিং খাতে সংস্কারগুলো মানুষের কল্যাণের জন্য এবং দীর্ঘস্থায়ী সুবিধার জন্য। এমন না যে আমরা আবার টাকা ছাপিয়ে দিয়ে দিলাম। তারা (বিগত আওয়ামী লীগ সরকার) তো মহা আনন্দে টাকা ছাপিয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, আমরা একটি পায়ের ছাপ রেখে যাব। আমরা এমন জায়গা দিয়ে হাঁটব, যেখানে রাস্তা তৈরির দিক নির্দেশ করবে। আমরা কিছু সংস্কার করে যাব। পরবর্তীতে যারা আসবেন, তারা বুঝবেন যে এখান থেকে রাস্তা তৈরি করতে হবে। একটি কল্যাণমুখী রাষ্ট্র করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, আমাদের সাফল্যের সূর্য উদয় হয়েছে। আমাদের অর্জন খুব একটা খারাপ না। বিশ্ব ব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আমাদের গ্যাস সেক্টরে সহযোগিতার আশ্বাস দিয়েছে। ইতোপূর্বে এমন আশ্বাস বা সহযোগিতার প্রতিশ্রুতি বাংলাদেশ পায়নি। সুতরাং এটা সরকারের অন্যতম একটি সফলতা।

ভালো ব্যবসায়ীদের ভীত হওয়ার কোনো কারণ নেই জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, যারা ঋণ নিয়ে ঠিকমতো ফেরত দেন এবং ঠিকমতো কর দেন, তাদের কোনো সমস্যা হবে না। তারাই ভীতু হয়ে আছে যারা বিগত সরকারের সময়ে নানাভাবে অনেক কিছু করেছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এ প্রসঙ্গে যোগ করে আরও বলেন, যেসব দুর্বল ব্যাংক আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না, তারা যাতে আমানতকারীদের টাকা ফেরত দিতে পারে সেজন্য খুব দ্রুত উদ্যোগ দেখা যাবে।

অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে অর্থ সচিব ড. মুহাম্মদ খাইরুজ্জামান মজুমদার বলেন, আমরা আইএমএফের তিন বছর মেয়াদি ঋণ কর্মসূচিতে রয়েছি। এর বাইরেও অতিরিক্ত সহায়তা চাওয়া হয়েছে। আশা করছি চলতি অর্থ বছরের মধ্যে আমরা আইএমএফ থেকে এক বিলিয়ন ডলার পাওয়ার আশা করছি। আগামী ৪ ডিসেম্বর আইএমএফ টিম বাংলাদেশে আসছে। তখন এ বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে। এছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে এডিবির ৬০০মিলিয়ন ডলার ও বিশ্ব ব্যাংক ৫০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে।

ইউ

News