ঢাকা,

২৩ জানুয়ারি ২০২৫


সাফের ফাইনালে বাংলাদেশ

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৬:১১, ২৭ অক্টোবর ২০২৪

আপডেট: ১৭:২৬, ২৭ অক্টোবর ২০২৪

সাফের ফাইনালে বাংলাদেশ

ছবি সংগৃহীত

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ভুটানকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার সেরা আসরে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠলো তারা।

দলীয় কোন্দল চলমান, আছে একাদশ বাছাইয়ে হস্তক্ষেপের অভিযোগও। এ ছাড়া প্রতিপক্ষের সাম্প্রতিক ফর্মও ছিল ভাবনার বিষয়। কিন্তু মাঠে নেমে সব ভুলে গেলেন বাংলাদেশের মেয়েরা, মন লাগালেন কেবল গোলের সন্ধানে। বেশি সময় লাগলো না প্রথম গোলের দেখা পেতে, এরপর প্রতিপক্ষের জালে গোল উৎসব করে গেলেন সাবিনা-তহুরারা। ভুটানকে বড় ব্যবধানে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল বাংলাদেশ। 

রবিবার (২৭ অক্টোবর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সেমি-ফাইনালে ভুটানকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার সেরা আসরে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠলো পিটার বাটলারের শিষ্যরা। গত আসরে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিলেন সাবিনা-সানজিদারা। এবারও তারা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে শিরোপার পথে। 

নেপালকে বিপক্ষে ড্র করে আসর করে ভুটান। পরের ম্যাচে তারা শ্রীলঙ্কাকে হারায় ৪-১ ব্যবধানে। এরপর মালদ্বীপের বিপক্ষে ভুটানের মেয়েরা গোল বন্যা বইয়ে দেয়, জেতে ১৩-০ গোলের বিশাল ব্যবধানে। কিন্তু আজ বাংলাদেশের বিপক্ষে তারা পাত্তাই পেল না, পুরো ম্যাচে দাপট দেখিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। গোল উৎসবের ম্যাচে হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন। অধিনায়ক সাবিনা খাতুন করেন জোড়া গোল, বাকি গোলটি করেন ঋতুপর্ণা চাকমা। 

বিস্তারিত আসছে…     

ইউ

    News