ঢাকা,

২৩ জানুয়ারি ২০২৫


বিস্ফোরক দ্রব্য মামলা: অব্যাহতি পেলেন খালেদা জিয়া

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৫:২১, ২২ জানুয়ারি ২০২৫

বিস্ফোরক দ্রব্য মামলা: অব্যাহতি পেলেন খালেদা জিয়া

ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালে দায়েরকৃত এক বিস্ফোরক দ্রব্য মামলায় অব্যাহতি পেয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) আদালত তাকে এই মামলাটি থেকে অব্যাহতি প্রদান করে। এ বিষয়ে অ্যাডভোকেট কাইমুল হক রিংকু পিপি জানান, ২০১৫ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে তিনটি মামলা হয়, যার মধ্যে ৭৯ নাম্বার বিস্ফোরক দ্রব্য মামলাটি থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

২০১৫ সালের ২ ফেব্রুয়ারি রাত সাড়ে তিনটার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাস কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় আসার পর দুর্বৃত্তরা তাতে পেট্রলবোমা নিক্ষেপ করে। এ ঘটনায় আটজন নিহত হন এবং ২৭ জন আহত হন। মামলাটি তদন্তে সহায়তা করেন চৌদ্দগ্রাম থানার এসআই মো. ইব্রাহিম।

    News