ঢাকা,

২৫ এপ্রিল ২০২৫


বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস কাতারের

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৯:০৭, ২৪ এপ্রিল ২০২৫

বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস কাতারের

ছবি সংগৃহীত

বাংলাদেশের পুনর্গঠন ও উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কাতার। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এই অঙ্গীকার করেন দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসেম আল সানি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি।

বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী বলেন, ‘ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সংস্কার ও পুনর্গঠনের প্রক্রিয়া শেষ করে আরও শক্তিশালী একটি দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে—এটাই আমাদের বিশ্বাস।’ তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও গভীর করতে একজন ঘনিষ্ঠ কর্মকর্তাকে বিশেষ দায়িত্ব দেয়ার কথাও জানান।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বৈঠকে কূটনৈতিক, আর্থিক ও বিনিয়োগ সহযোগিতা চেয়ে বলেন, “আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই—যেখানে তরুণরা তাদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পাবে। আমাদের দেশের প্রায় ১৮ কোটি মানুষের ভবিষ্যতের জন্য আপনাদের সহযোগিতা দরকার।’

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। ড. ইউনূস বলেন, ‘রোহিঙ্গা শরণার্থীদের সম্মানজনক প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করা জরুরি।’ জবাবে কাতারের প্রধানমন্ত্রী এ সংকটের টেকসই সমাধানে সহায়তার আশ্বাস দেন।

এই বৈঠক দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

ইউ

News