
ফাইল ছবি
কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভারত। এই হামলার জেরে এবার পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা স্থগিতের ঘোষণা দিলো নয়াদিল্লি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পাকিস্তানি নাগরিকদের জন্য দেয়া মেডিকেল ভিসাসহ সব ধরনের ভিসা আগামী ২৭ এপ্রিল থেকে বাতিল বলে গণ্য হবে। একই সঙ্গে নতুন করে আর কোনো ভিসা দেওয়া হবে না।
বিবৃতিতে আরো বলা হয়, যারা ইতিমধ্যে ভারতীয় ভিসা পেয়েছেন, তাদের ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে। এর পাশাপাশি ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের ২৯ এপ্রিলের মধ্যে ভারত ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া ভারতীয় নাগরিকদের উদ্দেশে মন্ত্রণালয় বলেছে, তারা যেন পাকিস্তান ভ্রমণ এড়িয়ে চলেন এবং বর্তমানে যারা পাকিস্তানে অবস্থান করছেন, তাদের যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হচ্ছে।
ভারতের এ পদক্ষেপকে আরো বিস্তৃত করে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এর ফলে পাকিস্তানি নাগরিকরা আপাতত কোনো ধরনের ভারতীয় ভিসা বা অনুমতিপত্র পাবেন না।
কাশ্মীরে হামলার পর ভারতের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়। এর আওতায় ইতোমধ্যে পাকিস্তানের সঙ্গে বহুল আলোচিত সিন্ধু পানি চুক্তি স্থগিত, প্রধান সীমান্ত পথ বন্ধ এবং পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কারেরও সিদ্ধান্ত নেয় ভারত।
এদিকে ভারতের এসব সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)। বৈঠক শেষে ইসলামাবাদ জানায়, তারা ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেবে এবং ‘উপযুক্ত জবাব’ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
দুই দেশের মধ্যে এ উত্তেজনাকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কূটনৈতিক মহলে আশঙ্কা, এ পরিস্থিতি সামাল দিতে না পারলে নতুন করে সীমান্তে সংঘর্ষের আশঙ্কা তৈরি হতে পারে।
ইউ