ঢাকা,

১৯ মার্চ ২০২৫


আগামী বাজেটের আকার অহেতুক বড় করবো না: অর্থ উপদেষ্টা

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৯:২৫, ১৯ মার্চ ২০২৫

আগামী বাজেটের আকার অহেতুক বড় করবো না: অর্থ উপদেষ্টা

ছবি সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার খুব বড় হবে না, তবে এটি বাস্তবমুখী ও প্রয়োজনীয় বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তৈরি করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (১৯ মার্চ) দুপুরে সচিবালয়ে ২০২৫-২৬ অর্থবছরের প্রাক-বাজেট নিয়ে গণমাধ্যম প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বাজেটের আকার অহেতুক বড় করবো না। এটি বাস্তবমুখী হবে এবং এতে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, শিশুদের শিক্ষা ইত্যাদি বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকবে। আমাদের লক্ষ্য হলো বাজেটটি এমনভাবে তৈরি করা, যাতে মূল্যস্ফীতি কমানো, আয় বাড়ানো এবং বেসরকারি খাতে কর্মসংস্থানের প্রসার ঘটানো সম্ভব হয়।’

তিনি আরো বলেন, ‘এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) আকারও খুব বড় হবে না, তবে আমরা নির্দিষ্ট কিছু বিষয় যেমন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আয় বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির দিকে বিশেষভাবে নজর দেবো।’

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা ট্যাক্সের বিষয়ে আলোচনা করবো, বিশেষ করে সংবাদপত্রের বেতন বাড়ানোর বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবো।’

তিনি বাজেটের আকারের বিষয়ে উল্লেখ করে বলেন, ‘এবার বাজেট বক্তৃতা ২০০ থেকে ৩০০ পৃষ্ঠা হয়, তবে আমি বলেছি এটি ৫০ থেকে ৬০ পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। বাজেটটি সংক্ষিপ্ত হবে এবং মানুষের আয় বাড়ানোর জন্য ব্যবসা-বাণিজ্যে সম্প্রসারণের চেষ্টা থাকবে।’

অর্থ উপদেষ্টা জানান, আসন্ন বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের ভাতার পরিমাণ বাড়ানো হবে এবং এর আওতা আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগও নেয়া হবে।

তিনি আরো বলেন, ‘সামাজিক নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি এবং শিক্ষা খাতে বরাদ্দ কমবে না এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অগ্রাধিকার থাকবে।’

ইউ

News