ঢাকা,

২০ মার্চ ২০২৫


৯ মাস পর পৃথিবীতে ফিরলেন নভোচারী সুনীতি ও বুচ

বিজনেস আই ডেস্ক

প্রকাশিত হয়েছে: ১৭:১৫, ১৯ মার্চ ২০২৫

৯ মাস পর পৃথিবীতে ফিরলেন নভোচারী সুনীতি ও বুচ

ছবি সংগৃহীত

অবশেষে দীর্ঘ ২৮৬ দিনের অপেক্ষার পর পৃথিবীতে ফিরলেন নভোচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরসহ চার নভোচারী।

১৮ মার্চ (মঙ্গলবার) স্থানীয় সময় বিকাল ৫টা ৫৭ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে নিরাপদে অবতরণ করে তাদের বহনকারী স্পেসএক্সের ড্রাগন ক্রু ক্যাপসুল। নভোচারীরা সবাই সুস্থ আছেন, তবে তাদেরকে কয়েক সপ্তাহ নাসার ক্রু কোয়ার্টারে রাখা হবে যেখানে স্বাস্থ্য পরীক্ষা এবং পুনর্বাসন প্রক্রিয়া চলবে।

গত জুনে বোয়িংয়ের স্টারলাইনার নভোযান নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন সুনীতা ও বুচ, তবে প্রযুক্তিগত সমস্যার কারণে তারা আটকে পড়েন। এরপর নাসা নানা পরিকল্পনা গ্রহণ করে তাদের ফিরিয়ে আনতে। গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তাদের ফিরে আসার প্রক্রিয়া শুরু হয়।

মহাকাশযান ড্রাগন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর প্যারাস্যুট খোলার মাধ্যমে ধীরে ধীরে ফ্লোরিডার কাছে সমুদ্রে নেমে আসে। ক্যাপসুলটিকে ঘিরে ডলফিনদের সাঁতার কাটতে দেখা যায়। প্রায় এক ঘণ্টা পর মার্কিন নৌবাহিনী তাদের উদ্ধার করে। এরপর তাদের নিয়ে যাওয়া হয় হিউস্টনের জনসন স্পেস সেন্টারে।

মহাকাশে দীর্ঘ সময় থাকার ফলে সুনীতা এবং বুচের শারীরিক অবস্থায় কিছুটা পরিবর্তন এসেছে। তবে তারা সুস্থ আছেন এবং এখনই পরিবার-পরিজনদের কাছে ফিরে যেতে পারবেন না। তাদের শরীরের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে এবং কয়েক সপ্তাহ ধরে নিবিড় স্বাস্থ্য পরীক্ষা চলবে।

এভাবে ৯ মাস পর মহাকাশ থেকে ফিরেই নভোচারীরা আবারও পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, একটি নতুন অধ্যায়ের সূচনা করলেন।

ইউ

News