ঢাকা,

১৯ মার্চ ২০২৫


কুমিল্লার চান্দিনায় এনজিও কর্মীদের ওপর নির্যাতন

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৭:০৫, ১৯ মার্চ ২০২৫

কুমিল্লার চান্দিনায় এনজিও কর্মীদের ওপর নির্যাতন

ছবি সংগৃহীত

কুমিল্লার চান্দিনা পৌরসভায় একটি এনজিও’র দুই কর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ১৭ মার্চ সন্ধ্যা থেকে রাত ১১টার মধ্যে, যখন পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে নারী কর্মীকে নগ্ন করে শারীরিক ও যৌন নির্যাতন করা হয়। অভিযুক্তরা মোবাইল ফোনে ধারণ করা নগ্ন ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করার চেষ্টা করে।

এ ঘটনায় এনজিও’র পুরুষ কর্মী তারেক রহমান থানায় মামলা দায়ের করেছেন। তিনি জানান, কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে। অভিযুক্তরা নারীকে নগ্ন করে ভিডিও ধারণ করে ২ লাখ টাকা দাবি করে। ২০ হাজার টাকা বিকাশে পাঠানোর পরও তারা বাকি টাকা দাবি করে এবং ভিডিও ডিলিট করার প্রতিশ্রুতি দেয়।

গ্রামবাসী ঘটনাটি জানতে পেরে অভিযুক্তদের ধাওয়া দেয়। চান্দিনা থানার ওসি নাজমুল হুদা জানিয়েছেন, আহতদের হাসপাতালে চিকিৎসা শেষে থানায় এনে বিস্তারিত শুনে মামলা নেয়া হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ইউ

News