
ছবি সংগৃহীত
রাজধানীর বনশ্রীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড না দিলে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশও দেয়া হয়েছে।
বুধবার (১৯ মার্চ) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হেপীর আদালত এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম বরগুনা জেলার পরীখাল গ্রামের মো. ফজলুল হকের ছেলে। আদালতে হাজির থাকা অবস্থায় রায় ঘোষণা শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর মো. সাজ্জাদ হোসেন (সবুজ) জানিয়েছেন, ধর্ষকদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ জরুরি। তিনি বলেন, “ধর্ষকদের জন্য আরো কঠিন সাজা হওয়া উচিত, যেন কেউ আর ধর্ষণ করার সাহসও না পায়। আমরা আজকের এ রায়ে সন্তুষ্ট।”
এ রায় সমাজে শিশুদের প্রতি সহিংসতা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
ইউ