ঢাকা,

০৪ ফেব্রুয়ারি ২০২৫


টেকনাফে বসতবাড়ির আঙিনায় বিশাল অজগর, অতঃপর

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার থেকে

প্রকাশিত হয়েছে: ২০:৫৫, ৩ ফেব্রুয়ারি ২০২৫

টেকনাফে বসতবাড়ির আঙিনায় বিশাল অজগর, অতঃপর

ছবি: বিজনেস আই

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় বসতবাড়ির আঙিনা থেকে একটি অজগর জব্দ করেছে বন বিভাগ। 

২ ফেব্রুয়ারি (রবিবার) রাত ৯ টার দিকে বাহারছাড়ার উত্তর শীলখালী এলাকার আবদুস শুক্কুরের বাড়ির উঠান থেকে অজগরটি জব্দ করা হয়।

বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বাড়ির বাসিন্দারা অজগরটি দেখতে পেয়ে খবর দেন। এরপর তারা ওই বাড়িতে গিয়ে অজগরটি জব্দ করেন। পরে গতকাল রাতেই জব্দকৃত অজগরটি টেকনাফের জাহাজপুরা এলাকার গর্জনবনে অবমুক্ত করা হয়।

বন বিভাগের শিলখালী রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘অজগরটি ২০ থেকে ২২ ফুট লম্বা। ওজন ১০০ কেজি। এলাকায় এর আগে এত বড় অজগরের বিচরণ দেখা যায়নি।’ অজগরটি এই প্রজাতিটি ‘বার্মিজ পাইথন’ নামে পরিচিত বলেও জানান তিনি।

বন বিভাগের উদ্ধারকারীদের মধ্যে ছিলেন শামলাপুর গ্রামীণ সাধারণ বন (ভিসিএফ) সংরক্ষণ দলের সভাপতি আমীর মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, ২০১৯ সাল থেকে ২ ফেব্রুয়ারি দিবাগত রাত পর্যন্ত দুই হাজারের বেশি সাপ টেকনাফের বিভিন্ন এলাকা থেকে তারা জব্দ করে অভয়ারণ্যে অবমুক্ত করেন।

ইউ

News