ঢাকা,

০২ ফেব্রুয়ারি ২০২৫


মোবাইলে মায়ের সঙ্গে কথা বলার পরই প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত হয়েছে: ২৩:১৮, ১ ফেব্রুয়ারি ২০২৫

মোবাইলে মায়ের সঙ্গে কথা বলার পরই প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা


টাঙ্গাইলের কালিহাতীতে মায়ের সঙ্গে মোবাইলে কথা বলার পরই এক প্রবাসীর স্ত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ৯ টার দিকে উপজেলার পারখি ইউনিয়নের আউলিয়াবাদ উত্তর পাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত গৃহবধূর নাম জান্নাতুল জুই। তিনি ওই গ্রামের হাসেম আলীর ছেলে প্রবাসী শাকিলের স্ত্রী। প্রায় তিন বছর আগে তাদের বিয়ে হলেও তাদের কোনো সন্তান ছিল না।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগে জুই তার মায়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। পরবর্তীতে তার মা আবার ফোন করলে জুই আর ফোন রিসিভ করেননি। একাধিকবার ফোন না ধরায় সন্দিহান হয়ে জুইয়ের মা তার শাশুড়িকে বিষয়টি জানান। এরপর শাশুড়ি জুইয়ের কক্ষে গিয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনি দেখেন, জুই ওড়না দিয়ে ঘরের ধন্যার সঙ্গে ফাঁসিতে ঝুলে আছেন।

শাশুড়ির চিৎকারে বাড়ির লোকজন ও আশেপাশের প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে জুইয়ের বাবা-মাকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে জুইয়ের পরিবার কালিহাতী থানায় বিষয়টি অবগত করেন বলে জানা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রাথমিক তদন্ত চালিয়ে যাচ্ছেন।

কালিহাতী থানার এসআই ইমান আলী জানান, মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। আত্মহত্যার বিষয়টি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও আত্মীয়স্বজনরা গভীর শোকে নিমজ্জিত।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, জিডি মূলে লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপমৃত্যুর মামলা হওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ

News