ছবি সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য চার চিকিৎসক দেশে ফিরেছেন। বর্তমানে আগের চেয়ে সুস্থ আছেন সাবেক এই প্রধানমন্ত্রী। আশা করা যাচ্ছে, দেশবাসীর টানে শিগগিরই তিনি দেশে ফিরে আসবেন।
স্থানীয় সময় ৩১ জানুয়ারি (শুক্রবার) লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি চেম্বার্স অব কমার্সের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন।
তিনি জানান, দেশে ফিরে আসা চিকিৎসকরা হলেন- মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফএম সিদ্দিক, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ ও ডা. জাফর ইকবাল।
ডা. জাহিদ জানান, বর্তমানে ছেলে তারেক রহমানের বাসায় থাকলেও দি লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের সার্বক্ষণিক তত্ত্বাবধানে বেগম জিয়ার চিকিৎসা কার্যক্রম। তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় চার চিকিৎসক ফিরে গেছেন। তারা যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্ল্যাইটে শনিবার ঢাকায় পৌঁছবেন।
তিনি আরো জানান, লন্ডনে তার সঙ্গে আরও আছেন ডা. মোহাম্মদ আল মামুন।
খালেদা জিয়া চিকিৎসার জন্য গত সাত জানুয়ারি যুক্তরাজ্যে যান। লিভার বিশেষজ্ঞ জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন তার চিকিৎসা চলে। এর পর ২৪ জানুয়ারি রাতে ছেলে তারেক রহমানের বাসায় ফেরেন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া।
সম্প্রতি লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসনের মেডিক্যাল বোর্ডের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনায় লিভার প্রতিস্থাপন করা সম্ভব হয়নি। কিডনিতে কিছুটা সমস্যা থাকলেও উদ্বেগের কিছু নেই।
ইউ