ঢাকা,

১১ জানুয়ারি ২০২৫


বিজিবির সঙ্গে জনগণ যেভাবে এগিয়ে এসেছে এটাই আমাদের কালচার: ফারুকী

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ২২:২২, ১০ জানুয়ারি ২০২৫

বিজিবির সঙ্গে জনগণ যেভাবে এগিয়ে এসেছে এটাই আমাদের কালচার: ফারুকী

ফাইল ছবি

৩৬ দিনের জুলাই আন্দোলনের কথা স্মরণ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তাফা সরওয়ার ফারুকী বলেছেন, ‘সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবির সাথে জনগণ যেভাবে এগিয়ে এসেছে এটাই আমাদের কালচার ও সংস্কৃতি।’

আজ শুক্রবার বিকেল ৫টায় কক্সবাজারের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে বই মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফারুকী এসব কথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে মেলায় অংশ নিয়েছে ৫৯টি প্রকাশনীর স্টল।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘আন্দোলন পরবর্তী যেভাবে দুর্যোগে বন্যা মোকাবিলা, হিন্দুদের মন্দির পাহারায় এগিয়ে যাওয়া, রাস্তায় ছাত্রদের ট্রাফিকের কাজে সহযোগিতা করাই আমাদের কালচার ও সংস্কৃতি। দল–মত নির্বিশেষে আমাদের ধরে রাখা উচিত।’

মোস্তাফা সরওয়ার ফারুকী আরও বলেন, ‘দেশকে বদলানোর কাজ শুরু করেছি, যার ফলে জনগণের চাওয়া ও চাহিদা বদলেছে। সামনে যারা নির্বাচিত হয়ে আসবে সকলকে এই ধারা অব্যাহত রাখতে হবে। কক্সবাজারের আধুনিক মানের সংস্কৃতির চর্চার দ্বার উদ্মোচন করা হবে।’

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন– অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, জেলা জামায়াতের আমির নুর আহাম্মেদ আনোয়ারি।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে কক্সবাজারে বৃহৎ পরিসরে ৯ দিনব্যাপী জেলা বই মেলা শুরু হয়েছে। যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

টিএইচ

News