সংগৃহীত ছবি
এবার সিলেট যাচ্ছেন জনপ্রিয় ইসলামি স্কলার মিজানুর রহমান আজহারী। আগামীকাল শনিবার (১১ জানুয়ারি) আনজুমানে খেদমতে কুরআন-এর উদ্যোগে আয়োজিত ৩৬তম তাফসিরুল কুরআন মাহফিলে বয়ান করবেন তিনি।
আজ শুক্রবার (১০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানান মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, `সিলেট বিভাগের বন্ধুরা,
ইনশাআল্লাহ আগামীকাল থাকবো সিলেটের এম সি কলেজ ময়দানে, আঞ্জুমানে খেদমতে কুরআন-এর উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।'
জানা যায়, সিলেট এমসি কলেজ মাঠে তিনদিনব্যাপী এ মাহফিল চলবে ১১ জানুয়ারি (শনিবার) পর্যন্ত। প্রতিদিন বিকাল ৪টায় মাহফিল শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় তাফসির মাহফিলের মাঠে নারীদের উদ্দেশ্যে বয়ান পেশ করবেন তিনি। এ মাহফিলে এবার পাঁচ লক্ষাধিক লোক সমাগমে তৎপর আয়োজকরা, চলছে ব্যাপক প্রচারণা।
এই ছাড়াও মাহফিলে তাফসির পেশ করবেন ইসলামি চিন্তাবিদ শায়েখ সাইয়্যেদ কামালুদ্দিন জাফরী, কামরুল ইসলাম সাঈদ আনসারী, মুফতি আমির হামজা, মাওলানা সাদিকুর রহমান আনসারী, মাওলানা আবদুল্লাহ আল আমিন, শায়েখ ইসহাক আল মাদানিসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম।
টিএইচ