ঢাকা,

৩০ এপ্রিল ২০২৫


ভারতের হামলা ’আসন্ন’ বলে দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৯:০৩, ২৯ এপ্রিল ২০২৫

ভারতের হামলা ’আসন্ন’ বলে দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

ফাইল ছবি

কাশ্মীরে পর্যটকদের ওপর সাম্প্রতিক বন্দুকধারীদের হামলার পর ভারতের প্রতিক্রিয়ায় সামরিক আগ্রাসন আসন্ন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।

২৯ এপ্রিল (সোমবার) ইসলামাবাদে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পাকিস্তান সেনাবাহিনী সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক রয়েছে এবং ইতিমধ্যে কৌশলগতভাবে বাহিনী মোতায়েন করা হয়েছে।

খাজা আসিফ বলেন, ‘আমরা আমাদের বাহিনীগুলোকে নতুনভাবে মোতায়েন করেছি। কারণ, এটা (ভারতের হামলা) এখন আসন্ন। এমন পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয় এবং সেগুলো নেয়া হয়েছে।’

২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। নয়াদিল্লির দাবি, এ হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে। তবে ইসলামাবাদ এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে।

পেহেলগামের ঘটনায় ভারত ইতিমধ্যে পাকিস্তানের সঙ্গে ৬৫ বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ একাধিক কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপ নিয়েছে। জবাবে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ গ্রহণ করেছে, যা দুই দেশের সম্পর্ককে আরও টানাপড়েনে ফেলেছে।

সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ভারতের রাজনৈতিক বক্তব্যে আক্রমণাত্মকতা বেড়েছে এবং দেশের সামরিক বাহিনী সরকারকে সতর্ক করেছে। তবে কেন তিনি ভারতের হামলাকে ‘আসন্ন’ মনে করছেন, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি।

এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে মধ্যস্থতার আহ্বান উঠলেও এখন পর্যন্ত দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে।

ইউ

News