
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মাছুদের পদত্যাগের দাবিতে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকার সাভারে আলোচিত শহীদ ইয়ামিন চত্বরে আমরণ অনশনে বসেছেন একদল শিক্ষার্থী।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সাভার উপজেলা শাখার নেতৃবৃন্দের আহবানে কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে ইয়ামিন চত্বরে আমরণ অনশন কর্মসূচিতে অংশ নিয়েছে তারা। শিক্ষার্থীদের সঙ্গে আমরণ অনশনে বসেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ১০-১২ জন নেতা।
বুধবার (২৩ এপ্রিল) সকাল থেকেই ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা এলাকার শহীদ ইয়ামিন চত্বরের পাদদেশে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা ‘পদত্যাগ পদত্যাগ-মাসুদের পদত্যাগ, আমার ভাই অনশনে, ইন্টেরিম কী করে, শিক্ষা সন্ত্রাস একসঙ্গে চলে না’সহ নানা স্লোগান দেন।
এ দিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের সাভার উপজেলা শাখার প্রতিনিধি মোহাম্মদ তামিম, তামিম আজহার, তাহমিদ হাসান, মোহাম্মদ ইয়াছিন, মহিদুল ইসলাম আকাশ, মোহাম্মদ শিহাব খান, রাকিবুল ইসলাম রাকিব, মাহাবুব হোসেন, মোহাম্মদ নাঈম, রাকিব জমাদ্দার, হাসিবুল ইসলাম, আল কাফী রাব্বী, মোহাম্মদ সাইফ ও খালিদ হাসান ওয়ালিদ সহ ১০-১২ জন শিক্ষার্থী শহীদ ইয়ামিন চত্বরের পাদদেশে আমরণ অনশনে বসেছেন।
অনশন চলাকালীন ৯ ঘণ্টা পর বিকাল ৩ টার দিকে মোফাজ্জল হোসেন অভি নামে এক শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে সভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
টিএইচ