ঢাকা,

২৯ এপ্রিল ২০২৫


অনুমতি ছাড়া হজে কঠোর শাস্তির হুঁশিয়ারি সৌদির

বিজনেস আই ডেস্ক

প্রকাশিত হয়েছে: ১৬:১৪, ২৯ এপ্রিল ২০২৫

অনুমতি ছাড়া হজে কঠোর শাস্তির হুঁশিয়ারি সৌদির

ফাইল ছবি

পবিত্র হজ মৌসুমে অনুমতি ছাড়া হজ পালন বা চেষ্টা করলে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই বিধিনিষেধ কার্যকর থাকবে ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত।

২৮ এপ্রিল (সোমবার) আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, অনুমতি ছাড়া হজ করতে গেলে ২০ হাজার সৌদি রিয়াল (প্রায় ৬ লাখ টাকা) পর্যন্ত জরিমানা হতে পারে। এই নিয়ম ভিজিট ভিসাধারীসহ পবিত্র নগরী মক্কায় প্রবেশকারী সবার জন্য প্রযোজ্য।

আর যারা এই ধরনের নিয়ম ভঙ্গকারীদের সহায়তা করবেন, তাদের জন্য আরো কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। কেউ অবৈধ হজযাত্রীকে আশ্রয় দিলে বা পবিত্র এলাকায় নিয়ে গেলে তার ওপর এক লাখ রিয়াল (প্রায় ৩০ লাখ টাকা) পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অভিবাসী বা ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিরা হজ করতে এলে তাদের দেশ থেকে বহিষ্কার করা হবে এবং আগামী ১০ বছর সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এছাড়া, অনুমতি ছাড়া হজে অংশ নেয়া ব্যক্তিদের বহনকারী যানবাহন জব্দ করার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ, যদি তা পরিবহনকারীর মালিকানাধীন হয়।

সৌদি সরকার এবারের হজ মৌসুমে শৃঙ্খলা বজায় রাখতে এসব পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

ইউ

News