
সম্প্রতি কাশ্মীরের সন্ত্রাসী হামলার জেরে দুই পারমানবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই ঘটনার পর থেকে পঞ্চমরাতের মধ্যে চতুর্থবারের মতো দুই দেশের বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তের লাইন অব কন্ট্রোলে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এরই মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন আজ মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, ড্রোনটি সোমবার রাতে আকাশসীমা লঙ্ঘন করার পর পাকিস্তানি সেনাবাহিনী গুলি চালিয়ে ড্রোনটি ভূপাতিত করে।
ডনের দাবি, পেহেলগাম হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার ভেতরেই আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি)-তে ভারতের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। যদিও এই নিয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ডন আরও জানিয়েছে, সোমবার পাকিস্তানের নিরাপত্তা বাহিনী কাশ্মীরের ভিম্বার জেলার মানওয়ার সেক্টরে ভারতীয় ওই কোয়াডকপ্টার ড্রোনটি ভূপাতিত করে।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রাষ্ট্র পরিচালিত রেডিও পাকিস্তান এবং পিটিভি নিউজ জানিয়েছে, পাকিস্তান তাদের আকাশসীমা লঙ্ঘন প্রতিহত করে নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি ভারতীয় কোয়াডকপ্টার সফলভাবে ভূপাতিত করেছে।
টিএইচ