ঢাকা,

২৮ এপ্রিল ২০২৫


ইয়েমেনে কারাগারে বিমান হামলা যুক্তরাষ্ট্রের, নিহত ৬৮

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৫:৪৮, ২৮ এপ্রিল ২০২৫

ইয়েমেনে কারাগারে বিমান হামলা যুক্তরাষ্ট্রের, নিহত ৬৮

হুথি নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম ইয়েমেনে একটি কারাগারে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। এতে কমপক্ষে ৬৮ জন নিহত হয়েছে। আহত আরও হয়েছে ৪৭ জন। তাদের অধিকাংশেরই অবস্থা আশঙ্কাজনক।

আজ সোমবার হুথি পরিচালিত আল-মাসিরাহ টিভি এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কারাগারটিতে মূলত আফ্রিকান অভিবাসীদের আটক রাখা হয়।

তবে এই ঘটনায় মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

আল-মাসিরাহ টিভি এর আগে জানায়, রবিবার রাতে ইয়েমেনের রাজধানী সানার উত্তরাঞ্চলের বানি আল-হারিথ জেলার থাকবান এলাকায় মার্কিন বিমান হামলায় নারী ও শিশুসহ আটজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এর পাশাপাশি আমরান ও সা’দা প্রদেশেও যুক্তরাষ্ট্র রাতভর বিমান হামলা চালিয়েছে বলে জানায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী গত ১৫ মার্চ থেকে হুথিদের ওপর বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। লোহিত সাগরে জাহাজ চলাচলে হুতিদের আক্রমণ বন্ধ করার লক্ষ্যে গোষ্ঠীটির বিরুদ্ধে এই অভিযান বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার এক বিবৃতিতে সাম্প্রতিক অভিযানের সারসংক্ষেপ তুলে ধরে মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানায়, ১৫ মার্চ ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে টানা বিমান ও নৌ হামলা শুরু করার পর থেকে তারা ৮০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

মার্কিন সামরিক বাহিনী বলেছে, তারা যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তার মধ্যে অস্ত্রের মজুদ এবং উৎপাদন সুবিধা অন্তর্ভুক্ত ছিল। তবে তারা বলেছে, চলমান অভিযান সম্পর্কে ‘সুনির্দিষ্ট তথ্য প্রকাশ’ করা হবে না।

এদিকে হুথি গোষ্ঠী বলছে, ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা বন্ধ না করা পর্যন্ত তারা লোহিত সাগরের জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে এবং তাদের বাহিনী হামলার জবাব দেবে।

এক দশকের বেশি সময় ধরে ইয়েমেনে সশস্ত্র সংগ্রাম করছে ইরান সমর্থিত হুথিরা। উত্তর ইয়েমেনের অধিকাংশ অঞ্চলই এখন তাদের দখলে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা শুরু হলে এর প্রতিবাদে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে তারা ১০০ এর বেশি হামলা চালিয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ানবিবিসিরয়টার্সআল-জাজিরা

টিএইচ

News