ঢাকা,

১৭ সেপ্টেম্বর ২০২৪


নারীর সুরক্ষায় নতুন পদক্ষেপ নিচ্ছেন টালিউড শিল্পীরা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত হয়েছে: ২০:৫০, ২৮ আগস্ট ২০২৪

নারীর সুরক্ষায় নতুন পদক্ষেপ নিচ্ছেন টালিউড শিল্পীরা

সিনেমা জগতে নবাগত কিংবা প্রতিষ্ঠিত অভিনেত্রীদের শ্লীলতাহানি ও যৌন হেনস্তার অন্ধকার-বাস্তবের কথা প্রকাশ্যে আসতেই ফের নতুন করে মি-টু আন্দোলন শুরু হয়েছে। সম্প্রতি টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের অভিযোগ, হেমা কমিটির রিপোর্ট সেই অভিযোগ আরও জোরদার করেছে। বলা চলে যৌন হয়রানির মগ গুরুতর বিষয়টি নিয়ে উত্তাল পুরো দেশ।

এরই মধ্যে কলকাতার অভিনেত্রী থেকে টেকনিশিয়ান সবার জন্য ‘নারী সুরক্ষা কমিটি’ তৈরির জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে আনন্দবাজার কথা বলেছে অভিনয়শিল্পী সুদীপ্তা চক্রবর্তী, পাওলি দাম, রানা সরকার, ফিরদৌসল হাসান ও টোটা রায় চৌধুরীর সঙ্গে। প্রত্যেকেই এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

ওই আবেদনপত্রে পশ্চিমবঙ্গে বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত প্রত্যেক নারী যাতে সুরক্ষিত থাকেন, কোনো কারণে হেনস্থার শিকার হওয়ার পরও যাতে ভীত না হয়ে প্রতিবাদ জানাতে পারেন এবং আইনি পথে যাতে বিচার পান, সেজন্য একটি কমিটি তৈরির কথা বলা হয়েছে।

ঋতাভরীর এই ভাবনায় সায় দিয়েছেন টালিগঞ্জের অনেকে। নিয়েছেন পদক্ষেপও। টেলি অ্যাকাডেমি, আর্টিস্ট ফোরাম, ফেডারেশনের সভাপতির উদ্দেশ্যে অভিনেত্রীদের সই করা একটি চিঠি তৈরি হয়েছে। সেই চিঠিতে ‘নারী সুরক্ষা কমিটি’ গড়ে তোলার আবেদন করা হয়েছে।

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী বলেন, ‘আজ হোক কাল হোক, প্রতিবাদ যে শুরু হল এতেই ভালো লাগছে। এক সপ্তাহের বেশি সময় ধরে বিষয়টি নিয়ে ভাবা হচ্ছিল। গত চার দিন ধরে চিঠির বয়ান তৈরি হয়েছে। খুব দরকার ছিল এই পদক্ষেপ। এই কমিটি তৈরি হলে নতুনরা ইন্ডাস্ট্রিতে কাজ করা নিয়ে যে ভয় পাচ্ছেন তা কেটে যাবে।’

অভিনেত্রী পাওলি দাম বলেন, ‘মেয়েদের অসম্মানের এসব অভিযোগ আজকের নয়। যুগ যুগ ধরে নারীরা অত্যাচার, হেনস্থার শিকার হয়ে আসছেন। হেমা কমিটির রিপোর্ট সেই অন্ধকারে যেন দিশা দেখাল। সমগ্র নারী জাতির জন্য একুশ শতকে এসে নিরাপত্তা চেয়ে, অন্যায়ের প্রতিকার চেয়ে পথে নামতে হচ্ছে। আলাদা কমিটি গড়ার কথা ভাবতে হচ্ছে। একজন নারী হিসাবে এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে।’

সুরক্ষা কমিটির চিঠিতে কেবল নারীরা সই করেছেন, এতে পুরুষ অভিনেতা, প্রযোজক, পরিচালকরা সই করেননি। তাহলে কি নারীদের পাশে পুরুষ অভিনেতারা নেই- এই প্রশ্নে অভিনেতা টোটা বলেন, ‘অতি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ে আমি সবসময় নারীর পাশে আছি ও থাকব। তাই মন থেকে চাইছি, এই ধরনের কমিটি গড়া হোক। চাইছি, শুধু খ্যাতনামারাই নন, ইন্ডাস্ট্রিতে যারা নতুন, তারাও যেন এই কমিটির থেকে উপকৃত হন। নিজে দেখেছি, অনেক সময় তারা আলাদা ওয়াশরুম বা পোশাক ছাড়ার জন্য আলাদা ঘরও পান না! বিশেষ করে নারী জুনিয়র আর্টিস্ট বা পর্দার নারী নৃত্যশিল্পীরা এই অন্যায়ের শিকার।’

ইউ

News