ঢাকা,

২৫ এপ্রিল ২০২৫


ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করলো ইউএস-বাংলা এয়ারলাইন্স

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ২০:৫৬, ২১ এপ্রিল ২০২৫

ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করলো ইউএস-বাংলা এয়ারলাইন্স

ছবি: বিজনেস আই

বাংলাদেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকার সঙ্গে সৌদি আরবের রাজধানী রিয়াদের সরাসরি ফ্লাইট চালু করেছে।

সোমবার (২১ এপ্রিল) বিকাল ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশে ৪২৩ জন যাত্রী নিয়ে উড্ডয়নের মধ্য দিয়ে এই রুটে ফ্লাইট পরিচালনার সূচনা হলো। রিয়াদ যুক্ত হওয়ার মাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইন্সের আন্তর্জাতিক গন্তব্যের সংখ্যা দাঁড়ালো ১৪টিতে।

প্রাথমিকভাবে প্রতি সপ্তাহে পাঁচদিন—রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার ও শুক্রবার—ঢাকা থেকে রিয়াদে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।

ফ্লাইট সূচি অনুযায়ী, ঢাকা থেকে ফ্লাইট ছেড়ে যাবে দুপুর ১টা ২০ মিনিটে এবং রিয়াদে পৌঁছাবে স্থানীয় সময় ৫টা ১০ মিনিটে। রিয়াদ থেকে ফিরতি ফ্লাইট রাত ৭টা ১৫ মিনিটে ছেড়ে পরদিন ভোর ৪টায় ঢাকায় পৌঁছাবে।

এই রুটে ব্যবহার করা হবে ইউএস-বাংলার ৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস A330-300। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে রয়েছে ২৪টি বিমান, যার মধ্যে রয়েছে দুটি এয়ারবাস A330-300 এবং নয়টি বোয়িং ৭৩৭-৮০০।

ইউএস-বাংলা বর্তমানে দেশের সব অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার পাশাপাশি আন্তর্জাতিকভাবে জেদ্দা, দুবাই, শারজাহ, আবু ধাবি, মাসকাট, দোহা, মালে, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে।

রিয়াদ রুট চালুর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের যাতায়াতে যেমন সুবিধা হবে, তেমনি মধ্যপ্রাচ্যগামী ব্যবসায়ী ও পর্যটকদের জন্যও এটি হবে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। ইউএস-বাংলা এয়ারলাইন্সের এই উদ্যোগ আন্তর্জাতিক সংযোগ আরও জোরদার করার প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকরা।

ইউ

News