ঢাকা,

২৫ এপ্রিল ২০২৫


রাতে ১১ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত হয়েছে: ১৯:১৩, ২১ এপ্রিল ২০২৫

আপডেট: ১৯:১৫, ২১ এপ্রিল ২০২৫

রাতে ১১ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ফাইল ছবি

দেশের ১১টি জেলার ওপর দিয়ে রাতের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

সোমবার (২১ এপ্রিল) বিকালে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার, পাবনা ও যশোর—এই ১১টি জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া দফতর সতর্ক করেছে, এই পরিস্থিতিতে নদীপথে চলাচলরত নৌযানগুলোকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

ইউ

News