
ঈদ সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ অন্তত দ্বিগুণ বেড়েছে। তবে যানবাহনের চাপ বাড়লেও তেমন যানজট দেখা যায়নি।
আজ বৃহস্পতিবার(২৭ মার্চ) বেলা ১১টা পর্যন্ত স্বচ্ছন্দেই যাতায়াত করতে পারছিলেন ঘরমুখী যাত্রীরা।
যমুনা সেতু টোল প্লাজা সূত্রে জানা যায়, স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ১৮ হাজার যানবাহন সেতু পারাপার হয়। গত কয়েক দিনে যানবাহনের চাপ বাড়ছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন সেতু পারাপার হয়েছে, যা আগের ২৪ ঘণ্টার তুলনায় ৪ হাজার ৫৩৩টি বেশি। এতে ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে।
এর মধ্যে পূর্ব প্রান্ত থেকে উত্তরবঙ্গের দিকে ১৮ হাজার ২৩৯টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৪৫০ টাকা। অপর দিকে পশ্চিম প্রান্ত থেকে (ঢাকার দিকে) ১৫ হাজার ৫২৭টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।
আজ বিকাল ৪ টার দিকে মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাস ও কালিহাতীর এলেঙ্গা এলাকায় দেখা যায়, স্বাভাবিক সময়ের চেয়ে বেশি যানবাহন চলাচল করছে। তবে কোথাও যানজট নেই।
মহাসড়কের বিভিন্ন স্থানে কথা হয় যাত্রীদের সাথে। তারা বলেন, কোথাও যানজটে পড়তে হয়নি। অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদযাত্রা স্বস্তির।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, যমুনা সেতু পার হতে গিয়ে যাতে যানজটের সৃষ্টি না হয়, সে জন্য পূর্ব ও পশ্চিম উভয় প্রান্তে ৯টি করে ১৮টি লেনে টোল নেওয়া হচ্ছে। মোটরসাইকেল জন্য টোল প্লাজায় পৃথক লেন করা হয়েছে।
টিএইচ