ঢাকা,

২৩ নভেম্বর ২০২৪


তারেক রহমানের জন্মদিন

প্রকাশিত হয়েছে: ১৬:৩৩, ২০ নভেম্বর ২০২৪

তারেক রহমানের জন্মদিন

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন ২০ নভেম্বর। তবে জন্মদিনের কোনো আয়োজন না রাখতে দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি। 

আওয়ামী লীগ সরকার পতনের পর গেলো চার মাসে প্রতিটি সিদ্ধান্ত ও পদক্ষেপে রাজনৈতিক প্রজ্ঞা ও সহিষ্ণুতার পরিচয় দিচ্ছেন এই বিএনপি নেতা। নিজ দলের নেতাকর্মীদের অপরাধের ঘটনায় শাস্তি দেয়া থেকে শুরু করে সব মত ও পথের মানুষকে সঙ্গে নিয়ে এক নতুন রাজনীতির পথও দেখাচ্ছেন তিনি। 

সম্প্রতি কার্টুনিস্ট মেহেদি হকের আঁকা নিজের বিপরীতে এক কার্টুন শুধু শেয়ার দিয়েই নয়, খোঁজ নিয়েছেন কার্টুনিস্টেরও। প্রতিবাদ না করে স্বাগত জানিয়ে বলেছেন, আঁকার স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে।

 দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি শুধু তারেক রহমান নয়, বরং গোটা দেশের কাছেই নতুন। তাই অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বারবার। বলেছেন, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।

নতুন বাংলাদেশে সংঘাত হানাহানি বন্ধ, সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গ যেমন আছে, তেমনি দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি-দখলবাজীর ইস্যু গণমাধ্যমে এলেই আসছে ব্যবস্থাও।

বিগত দেড় দশকে রাষ্ট্রের যে ক্ষতি আওয়ামী লীগ সরকার করে গেছে সেটি থেকে উত্তরণে দু-বছর আগেই রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা প্রস্তাবনা তুলে ধরেন তারেক রহমান। সে লক্ষে জনমত তৈরি এবং সফলতা আনতে দলকে নির্দেশনা দিয়ে যাচ্ছেন বারংবার।

তারেক রহমানের এবারের জন্মদিন কিছুটা ব্যতিক্রম। আগেই নির্দেশনা দেয়া হয়েছে কোনো ধরনের উদযাপন না করার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই ঘোষণাকে ইতিবাচক বলছেন দলটির নীতিনির্ধারকরা।

দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তৃণমূল থেকে শুরু করে মাঠের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির নেতৃত্ব এখন তারেক রহমানের হাতে। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন তারেক রহমান।  এরপর বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব হন এবং ২০১৮ সালের মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে আওয়ামী লীগ। এরপর থেকে দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যনের দায়িত্ব পালন করছেন তারেক রহমান।

বলা হয়, রাজনীতির মাঠে ক্যু খ্যাত ‘মাইনাস টু ফর্মুলা’ থামানোর বলি হতে হয়েছে তারেক রহমানেকে। ২০০৭ সালে ক্যান্টমেন্টের মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তারের পর চরম নির্যাতনের শিকার তারেক রহমান গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য লন্ডনে যান। স্ত্রী ডা. জোবায়দা রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমানকে নিয়ে বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি। 

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। শিশু তারেককে বাড়ির সবাই আদর করে ‘পিনু’ নামেই ডাকেন। 

ইউ

News