ছবি সংগৃহীত
সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার (৪ নভেম্বর) কুয়েত সিটিতে ‘আন্তর্জাতিক সন্ত্রাস দমন সহযোগিতা এবং সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা’ শীর্ষক সম্মেলনে মন্ত্রী পর্যায়ের অধিবেশনে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
ভাষণে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্নিশ্চিত করেছে। বিশ্বব্যাপী নিরাপত্তা সহযোগিতা এবং জাতিসংঘের কনভেনশনের সঙ্গে সারিবদ্ধতার প্রতি দেশের অঙ্গীকারের ওপর জোর দেন তিনি।
তিনি সন্ত্রাস দমনে মানবাধিকার-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির গুরুত্বের ওপর জোর দেন। রাজনৈতিকভাবে অপব্যবহারের নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে সতর্কতা এবং মৌলিক স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের চলমান সংস্কারগুলো তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা।
ইউ