
জিয়াউর রহমান ফাউন্ডেশনের এর উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ বীরদের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সকালে ১১ টায় শহীদ মোহাম্মদ সুজন মিয়া এর মা-বাবা ও শহীদ মোহাম্মদ রনি মায়ের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। গত ২৫ মার্চ থেকে সারাদেশে একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে।
শহীদ মোহাম্মদ সুজন মিয়া এর সাভার পৌর এলাকার আইচানদ্দা মহল্লায় বাসায় গিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে স্মারকপত্র ও ঈদ উপহার তুলে দেন ঢাকা বিভাগের মনিটর (শিক্ষক) জনাব প্রফেসর নজরুল ইসলাম । এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়নের পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ঢাকা জেলা যুবদল নেতা 'ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন।
এর আগে গতকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে শহীদ পরিবারের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বাণী ও ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
টিএইচ