ঢাকা,

১৭ সেপ্টেম্বর ২০২৪


চাইনিজ টোনারের দিন শেষ, ব্রাদার টোনার বক্স এর বাংলাদেশ

মাজহারুল ইসলাম মিচেল

প্রকাশিত হয়েছে: ২১:৪৫, ২২ আগস্ট ২০২৪

চাইনিজ টোনারের দিন শেষ, ব্রাদার টোনার বক্স এর বাংলাদেশ

ব্রাদার ইন্টারন্যাশনাল এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্রান্ড পিএলসি সম্প্রতি বাংলাদেশের বাজারে নিয়ে এলো নতুন টোনার বক্স সিরিজ এর ৬ টি মডেলের মোনো লেজার প্রিন্টার। HL-B2100W, HL-B2150D, HL-B2180DW, DCP-B7620DW, DCP-B7640DW এবং MFC-B7810DW মডেল ভেদে প্রিন্টার গুলি তে মাল্টি ফাংশন যেমন প্রিন্ট, কপি, স্ক্যান এবং ফাক্স এর সুবিধা পাওয়া যাবে। ছোট-বড় অফিস বা পার্সোনাল কাজে শতভাগ কোয়ালিটি এর সাথে সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করতে সক্ষম একমাত্র এই টোনার বক্স সিরিজ। ব্রাদারের অরিজিনাল এই টোনার ব্যাবহার করে প্রতি পেজ প্রিন্ট এ খরচ হয় মাত্র ৫০ পয়সা। এই প্রিন্টারের বিশেষত্ব হল এটির জেনুইন টোনার বক্স, ব্রাদার ইন্টারন্যাশনাল এই প্রথম TN-B028 সিরিজের জেনুইন টোনার বক্স বাজারে ছাড়লো যার দাম অবিশ্বাস্য রকমের কম। TN-B028 সিরিজের এই টোনার বক্স এর বিশেষত্ব হল এর প্রাইস, যা চাইনিজ থার্ড পার্টি টোনার এর সমান প্রায় এবং ব্রাদার এর অন্যান্য সিরিজের টোনার এর থেকে দাম কয়েক ভাগ কম। আর এই সিরিজের প্রতিটি টোনার দিয়ে ২৬০০ পেজ প্রিন্ট করা সম্ভব। নতুন লঞ্চিং উপলক্ষে গ্লোবাল ব্রান্ড এর পক্ষ থেকে এই প্রিন্টার গুলি দেওয়া হচ্ছে স্পেশাল প্রাইস-এ।  তো আর দেরি কিসের? আপনার অফিস, বাসা, হসপিটাল, দোকান, পড়াশুনা বা ব্যাবসার কাজ কম খরচে বেস্ট কোয়ালিটি তে সম্পন্ন করতে আজ ই নিয়ে নিন ব্রাদার টোনার বক্স সিরিজের প্রিন্টার। নতুন মডেলের এই প্রিন্টারগুলি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্রান্ড এর ওয়েবসাইট ও দেশের সকল ডিস্ট্রিবিউটর হাবে।

আপনাকে সম্পূর্ণ চিন্তামুক্ত রাখতে ব্রাদার এর সকল প্রিন্টার এর সাথে থাকছে সম্পূর্ণ ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি।

News