ছবি সংগৃহীত
আগামী বছর থেকে কারখানায় কাজ শুরু করবে টেসলার অপটিমাস হিউম্যানয়েড রোবট। টেসলার প্রধান ইলন মাস্ক এ ঘোষণা দিয়েছেন। সম্প্রতি কোম্পানির শেয়ারহোল্ডারদের সঙ্গে বৈঠকে ইলন মাস্ক ১ হাজার ইউনিট অপটিমাস রোবট ব্যবহারের কথা জানান।
মাস্ক বলেন, ‘কারখানায় রোবটের ব্যবহার বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম। ভবিষ্যৎ বাজারে বার্ষিক ১০০ কোটি হিউম্যানয়েড রোবটের চাহিদা তৈরি হবে। এ বাজারের কমপক্ষে ১০ শতাংশ রোবট টেসলা সরবরাহ করতে পারবে। টেসলা প্রতিটি অপটিমাস রোবট ১০ হাজার ডলারে নির্মাণ করে ২০ হাজার ডলারে বিক্রি করতে পারবে।’ কারখানায় ১ এক হাজার অপটিমাস রোবট ব্যবহারের পরিকল্পনা জানালেও এগুলো কোন কোন ক্ষেত্রে কাজ করবে সে বিষয়ে জানাননি মাস্ক।
টেসলা প্রধান আরও বলেন, ‘২০২৬ সালে অপটিমাস হিউম্যানয়েড রোবটে আরও পরিবর্তন আনা হবে। রোবটটির সফটওয়্যার সম্পূর্ণরূপে কাস্টমাইজ করা হবে। এর ফলে নির্দিষ্ট প্রয়োজন অনুসারে রোবটটি ব্যবহার করা যাবে।’
এর আগে গত এপ্রিলে ইলন মাস্ক জানিয়েছিলেন, আগামী বছরের শেষ দিকে এই অপটিমাস হিউম্যানয়েড রোবট বিক্রি শুরু হবে। যেকোনো হিউম্যানয়েড রোবট প্রস্তুতকারকের থেকে টেসলা ভালো অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
টেসলা ২০২২ সালের সেপ্টেম্বরে প্রথম প্রজন্মের অপটিমাস রোবট প্রকাশ করেছিল। চলতি বছর মানবাকৃতির দ্বিতীয় প্রজন্মের একটি রোবটের ভিডিও পোস্ট করে কোম্পানিটি। ভিডিওতে রোবটটিকে একটি টি-শার্ট ভাঁজ করতে দেখা যায়। এর আগে গত ডিসেম্বরে আরেক ভিডিওতে একটি রোবটকে ব্যায়াম করতে ও ডিম ভাজতে দেখা গেছে। ফোবর্স, টেক টাইমস
ইউ