ঢাকা,

২২ ডিসেম্বর ২০২৪


ওপেনএআই’র বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার মাস্কের

বিজনেস আই ডেস্ক

প্রকাশিত হয়েছে: ১৩:০২, ১৩ জুন ২০২৪

আপডেট: ১৩:০৫, ১৩ জুন ২০২৪

ওপেনএআই’র বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার মাস্কের

ছবি সংগৃহীত

মার্কিন এআইভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই এবং এর সহপ্রতিষ্ঠাতা স্যাম আল্টম্যান ও গ্রেগ ব্রোকম্যানের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার আদালতে করা মামলা প্রত্যাহার করেছেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।

যে উদ্দেশ্য নিয়ে ওপেনএআই প্রতিষ্ঠা করা হয়েছিল, তা থেকে সরে গিয়ে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগে মামলাটি করা হয়েছিল। গত মঙ্গলবার সেটি প্রত্যাহার করে নেন মাস্ক। খবর এএফপি’র।

ক্যালিফোর্নিয়ার একটি আদালতে করা মামলায় মাস্ক অভিযোগ করেন, সমাজের উপকারের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার এই উদ্যোগ গ্রহণের সময় তিনি সহযোগিতা করেছিলেন। কিন্তু এর উদ্যোক্তারা লক্ষ্য থেকে সরে গিয়ে মাইক্রোসফটের অর্থায়নে অলাভজনক প্রতিষ্ঠান থেকে ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করেছেন।

তবে মাস্ক হঠাৎ কেন মামলা তুলে নিলেন, তার কোনো কারণ জানা যায়নি। এ বিষয়ে ওপেনএআই বা মাস্কের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মামলার আরজিতে বলা হয়, স্যাম অল্টম্যান ও ওপেনএআইয়ের আরেক সহপ্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যান প্রথম ইলন মাস্কের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার জন্য অলাভজনক একটি প্রতিষ্ঠান শুরু করার বিষয়ে কথা বলতে যান। এতে রাজি হন ইলন মাস্ক। তাদের মধ্যে চুক্তি ছিল, মুনাফা নয়, এই প্রতিষ্ঠান কাজ করবে মানবকল্যাণে। কিন্তু মাইক্রোসফটের বিনিয়োগ থাকা ওপেনএআই বর্তমানে মুনাফার দিকে ঝুঁকেছে। এর মধ্য দিয়ে চুক্তির শর্তের লঙ্ঘন হয়েছে।

২০১৫ সালে প্রতিষ্ঠিত ওপেনএআইয়ের একজন সহপ্রতিষ্ঠাতা ইলন মাস্ক। কিন্তু ২০১৮ সালে তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ান।

চ্যাটজিপিটি আনছে অ্যাপেল, ক্ষেপলেন ইলন মাস্কচ্যাটজিপিটি আনছে অ্যাপেল, ক্ষেপলেন ইলন মাস্ক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ্লিকেশন চ্যাটজিপিটি ওপেনএআইয়ের। ২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটি বাজারে আসার পর বিশ্বব্যাপী সাড়া ফেলে দেয়। এরপর এই প্রতিষ্ঠানে অর্থায়ন করে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট।

ইউ

News