জিমি ডোনাল্ডসন মালিকানাধীন ‘একা মিস্টারবিস্ট’ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবারে রেকর্ড গড়েছে। ইউটিউব এই চ্যানেলটি ভারতের জনপ্রিয় মিউজিক চ্যানেল টি-সিরিজকেও সাবস্ক্রাইবারের দিক দিয়ে পেছনে ফেলেছে।
খবর: এনডিটিভি
মার্কিন ইউটিউবার জিমি জোনাল্ডসন তার গড়া রেকর্ডটি রোববার (০২ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেছেন। এতে তিনি বলেছেন, মিস্টারবিস্ট সুইডিশ ইউটিউবার পিউডাউপি’র বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে। ওই পোস্টে তিনি একটি ছবি শেয়ার করেছেন। যাতে মোট সাবস্ক্রাইবারের সংখ্যা তুলে ধরা হয়েছে।
বর্তমানে মিস্টারবিস্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা ২৬ কোটি ৭ লাখ। অন্যদিকে ভিডিও মিউজিক চ্যানেল টি-সিরিজে সাবস্ক্রাইবার সংখ্যা ২৬ কোটি ৬ লাখ।
এদিকে জিমি ডোনাল্ডসনের এমন সাফল্যে অভিনন্দন জানিয়েছেন টেসলার প্রধান ইলন মাস্ক। এক্স পোস্টে তিনি লিখেন- ওয়াহ! অভিনন্দন।
গত মাসে টি-সিরিজ ইউটিউব চ্যানেলকে পেছনে ফেলার টার্গেট দিয়েছিল মিস্টারবিস্টের মালিক। শেষ পর্যন্ত তিনি তা অর্জন করলেন।
তারেক