ঢাকা,

২৩ জানুয়ারি ২০২৫


Lexar Celebration Night 2024” অনুষ্ঠিত

মাজহারুল ইসলাম মিচেল

প্রকাশিত হয়েছে: ০৩:৩১, ১২ মে ২০২৪

Lexar Celebration Night 2024” অনুষ্ঠিত

গত ০৯-০৫-২০২৪ তারিখে গাজীপুরের ড্রীম স্কয়ার রিসোর্টে গ্লোবাল ব্রান্ডের প্রযোজনায় দেশব্যাপী সকল পার্টনারদের কে নিয়ে অনুষ্ঠিত হয় Lexar Celebration night 2024.

উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেডের মাননীয় ম্যানেজমেন্টের পরিচালক জনাব জসীম উদ্দীন খোন্দকার, ব্যবস্থাপনা পরিচালক জনাব রফিকুল আনোয়ার এবং মাননীয় চেয়ারম্যান জনাব আব্দুল ফাত্তাহ সহ দেশব্যাপী এক্সক্লুসিভ সব পার্টনার বৃন্দ এবং ছিলেন গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেডের হেড অফ চ্যানেল সেলস সমীর কুমার দাশ এবং কোম্পানীর জেনারেল ম্যানেজার মোঃ কামরুজ্জামান।

লেক্সার এবং গ্লোবাল ব্র্যান্ডের সফল ব্যবসায়িক সম্পর্কের তিন বছর পূর্তিতে আয়োজিত জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন রকমের ফান এক্টিভিটিসের পর সন্ধ্যা বেলা অনুষ্ঠিত হয় লেক্সার সেলিব্রেশন নাইট প্রোগ্রাম টি। অসাধারন ভাবে হোস্টিংয়ের পাশাপাশি লেক্সারের বিজনেস প্রোফাইল সহ গত ৩ বছরের অতুলনীয় সাফল্য কে তুলে ধরেন গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেডের মার্কেটিং হেড, জনাব সেলিম আহম্মেদ বাদল।  এছাড়াও ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠিত প্রোগামে সকল কে শুভেচ্ছা জানায় লেক্সার বাংলাদেশের বিজনেস হেড জনাব মরগান। পাশাপাশি এ সময় গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেডের মাননীয় ম্যানেজমেন্টের সদস্যরা তাদের মূল্যবান বক্তৃতার মাধ্যমে ইতিবাচক আশ্বাস দেন পার্টনার দের কে। প্রোগামের এক পর্যায়ে লক্ষ্য অর্জনকারী অংশীদারদের হাতে পুরস্কার তুলে দেন গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেডের ম্যানেজমেন্ট বৃন্দ।

    News