ছবি সংগৃহীত
অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই) পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
রবিবার (৪ জানুয়ারি) সকালে সচিবালয়ের পশ্চিম পাশের গেটের সামনে তারা জড়ো হয়ে তাদের ক্ষোভ ও দাবি তুলে ধরেন।
তাদের হাতে ছিল বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড, যেখানে তারা বৈষম্যের অবসান এবং পুনর্বহালের জোর দাবি জানান। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘লাল সবুজের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই,’ ‘বিনা বেতনের ৩৬৫ দিন, আমাদের চাকরি ফিরিয়ে দিন,’ এবং ‘দ্রুত পুনর্বহাল করতে হবে।’
প্রশিক্ষণ চলাকালীন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৪০তম ক্যাডেট এসআই ব্যাচের ৩২১ জন শিক্ষানবিশকে চার ধাপে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তবে বিক্ষোভকারীদের দাবি, তারা অন্যায়ভাবে এবং বৈষম্যের শিকার হয়ে চাকরি হারিয়েছেন।
একজন এসআই জানান, যেদিনের ঘটনাকে কেন্দ্র করে শোকজ করা হয়েছে, সেদিন তিনি একাডেমিতে উপস্থিতই ছিলেন না। আরেকজন বলেন, তাদের পরিবার এ চাকরির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, কিন্তু এখন তারা অব্যাহতিপ্রাপ্ত হয়ে বড় ধরনের সংকটে পড়েছেন।
অব্যাহতিপ্রাপ্তরা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং বিভিন্ন দপ্তরে স্মারকলিপি জমা দিয়েও কোনো সাড়া মেলেনি। তাই তারা বাধ্য হয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন।
৪০তম ক্যাডেট ব্যাচে মোট ৮২৩ জন প্রশিক্ষণার্থী ছিলেন। গত বছরের ৪ নভেম্বর রাজশাহীর সারদায় তারা বনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন। প্রশিক্ষণ চলাকালীন তিন ধাপে মোট ৩১৩ জনকে মাঠ ও ক্লাসে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করা হয়। পরে ২১ অক্টোবর ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন এবং ১৮ নভেম্বর ৩ জনকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়।
বিক্ষোভকারীরা জানান, তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং দাবি আদায়ের জন্য তারা প্রয়োজনে আরো বৃহৎ কর্মসূচি গ্রহণ করবেন। কর্মসূচি শেষে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে আরও বিস্তারিত বক্তব্য তুলে ধরার পরিকল্পনা করেছেন।
ইউ