ঢাকা,

১৯ সেপ্টেম্বর ২০২৪


গণঅভ্যুত্থানে সব শহিদের পরিবারকে পুনর্বাসন করা হবে: প্রধান উপদেষ্টা

উইমেনআই প্রতিবেদক

প্রকাশিত হয়েছে: ২০:৪২, ১১ সেপ্টেম্বর ২০২৪

গণঅভ্যুত্থানে সব শহিদের পরিবারকে পুনর্বাসন করা হবে: প্রধান উপদেষ্টা

ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, গণঅভ্যুত্থানে সব শহিদের পরিবারকে পুনর্বাসন করা হবে। সব আহত শিক্ষার্থী শ্রমিক জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। 

বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা জানান। 

প্রধান উপদেষ্টা বলেন, ‘আহতদের দীর্ঘমেয়াদি এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহিদদের পরিবারের দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে। এখন নতুন তথ্য পাওয়ার ভিত্তিতে এই তালিকা হাল নাগাদ করা হতে থাকবে।’

ইউ

News