
ছবি সংগৃহীত
এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলতে আগামী মাসে ভারতে সফর করবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে ৩৮ সদস্যের প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল বাফুফে। সেই স্কোয়াড থেকে বাদ পড়েছেন ৮ ফুটবলার। সে তালিকায় রয়েছেন দেশসেরা ক্রিকেটারের নামের সঙ্গে মিল থাকা সাকিব আল হাসান।
ভারত ম্যাচের জন্য আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরু হবে। এ জন্য বুধবার (২৬ ফেব্রুয়ারি) ৩০ জন ফুটবলারের নাম ঘোষণা করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
এই ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। দলের অনুশীলনে যোগ দিতে আগামী ১৮ মার্চ ঢাকায় আসবেন তিনি। শেফিল্ড ইউনাইটেডের অক্রমণাত্মক মিডফিল্ডারের সঙ্গে অভিষেক হওয়ার অপেক্ষায় আছেন ফাহমিদুল ইসলাম। ইতালির চতুর্থ বিভাগের দল ওলবিয়া ক্যালসিওর হয়ে খেলছেন বাংলাদেশি বংশোদ্ভূ’ত এই ফরোয়ার্ড।
আগামী ২৫ মার্চ ভারতে শিলংয়ে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে সৌদি আরবে ক্যাম্প করবে লাল-সবুজের প্রতিনিধিরা। ফাহমিদুল সরাসরি সৌদিতে হতে যাওয়া ক্যাম্পে যোগ দেবেন।
এদিকে কোচ হাভিয়ের কাবরেরার এবারের স্কোয়াড থেকে বাদ পড়েছেন জাহিদ হোসেন শান্ত, ইয়াসিন খান, আনিসুর রহমান জিকো, হাসান মুরাদ, রাব্বী হোসেন রাহুল, রফিকুল ইসলাম, মেহেদি হাসান মিঠু ও সাকিব আল হাসান।
বাংলাদেশ দল
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসাইন ও মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা।
মিডফিল্ডার: মো. হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজেম, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভুঁইয়া এবং হামজা চৌধুরী।
ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসাইন, ইমন শাহরিয়ার, মো. ইব্রাহিম, আরিফ হোসাইন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা, ফাহমিদুল ইসলাম।
ইউ