ঢাকা,

২২ ফেব্রুয়ারি ২০২৫


বিদেশি লিগে খেলার ঘোষণা বরিশালের

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ২২:৩৮, ৯ ফেব্রুয়ারি ২০২৫

বিদেশি লিগে খেলার ঘোষণা বরিশালের

ছবি সংগৃহীত

গেল বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসর। এই টুর্নামেন্টে অংশ নিয়েই শিরোপা জয় করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্স।

অথচ এই টুর্নামেন্টে খেলার কথা ছিল সেবারের বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের। তবে বরিশাল জিএসএলে খেলতে অপারগতা প্রকাশ করায় অংশ নেওয়ার সুযোগ পায় রানার্সআপ রংপুর রাইডার্স।

এ বছর ফের বিপিএল শিরোপা জয় করেছে ফরচুন বরিশাল। এবার আর তারা জিএসএলএ খেলার সুযোগ হাতছাড়া করতে রাজি নয়। বিপিএল ফাইনালের পরপরই জিএসএলে খেলার ঘোষণা দিয়ে বরিশাল দলের কর্ণধার মিজানুর রহমান বলেছেন, ‘গতবার আমরা গ্লোবাল সুপার লিগে যাইনি, এবার আমরা যাব। গেল বার অনেক কিছুই বুঝে উঠতে পারিনি, এবার চ্যাম্পিয়ন হয়েছি, তাই গ্লোবাল সুপার লিগে আমরা অংশ নেব।’

আয়োজকরা এরই মধ্যে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের দিনক্ষণ নির্ধারণ করেছে। ডিসেম্বরের পরিবর্তে এবার টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে জুলাইয়ে। জানা গেছে, চলতি বছরের ৮ থেকে ১৮ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

প্রসঙ্গত, ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) মিরপুরের হোম অব ক্রিকেটে শ্বাসরুদ্ধকর এক ফাইনালে চিটাগাং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল শিরোপা ঘরে তোলে ফরচুন বরিশাল।

ইউ

News