ঢাকা,

১২ ডিসেম্বর ২০২৪


এমবাপ্পেকে ফুটবলার মনে করে না ফ্রান্স!

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১১:২১, ২৯ নভেম্বর ২০২৪

এমবাপ্পেকে ফুটবলার মনে করে না ফ্রান্স!

ফাইল ছবি

চ্যাম্পিয়নস লিগে পাঁচ ম্যাচের তিনটিতেই হারের পর বেকায়দায় আছে রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে সবশেষ হারের পর রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নদের নিয়ে চলছে সমালোচনা, বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে ব্যাপক প্রশ্নবিদ্ধ হচ্ছেন। দেশের গণমাধ্যমে তো তাকে রীতিমতো ছিন্নভিন্ন করা হলো!

বুধবার রাতে লিভারপুলের কাছে ২-০ গোলে হেরেছে রিয়াল। ম্যাচে ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র। তার অনুপস্থিতিতেও ছাপ রাখতে পারেননি এমবাপ্পে। বিশ্ব জয়ী ফ্রান্সের তারকা দল ১-০ তে পিছিয়ে থাকা অবস্থায় পেনাল্টি মিস করেন। ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তিকে পাশে পেলেও তার দেশের গণমাধ্যমগুলো ছাড় দেয়নি।

রেলেভো এবং আরএমসি স্পোর্ট এমবাপ্পের পারফরম্যান্স নিয়ে মূল্যায়ন করতে গিয়ে বলেই ফেলেছে যে, তিনি আর ফুটবলার নয়।

আরএমসি বলেছে, ‘তিনি যেভাবে গোলে শট নেন, তা খুবই ভয়ঙ্কর। উদ্বেগ জাগাচ্ছেন তিনি। এমনকি তিনি আর ফুটবল খেলোয়াড় নেই। মাঠে তিনি আর কিছুই করেন না। কিছুই অর্জন করতে পারেন না, এমনকি দৌড়াতে কিংবা নড়াচড়া করতে পারেন না। তিনি একেবারে তলানিতে আছেন।’

চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয়বার পেনাল্টি মিসের পর এমবাপ্পেকে ‘মাঠে একটি ছায়া’ বলে অভিহিত করেছে লা ফিগারো। লা পারিসিয়েন তাকে ‘বিধ্বস্ত জাহাজ’ বলেছে। 
২৫ বছর বয়সী ফুটবলারের এটি সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন মুহূর্ত বলছে লে’কিপ, ‘ভিনিসিয়ুসকে ছাড়া নেতৃত্বের ভূমিকায় তিনি কিছু করে দেখাতে পারেননি। এই রাতটা তিনি শিগগিরই ভুলে যেতে চাইবেন, অনেক পাস মিস করেছেন। এমনকি তিনি বলের দখল হারানোর পর প্রতিপক্ষ প্রথম সুযোগ তৈরি করেছিল। পেনাল্টি মিস করলেন তিনি। কোনও বিপজ্জনক মুহূর্ত তৈরি করতে পারেননি। তার আত্মবিশ্বাসের ঘাটতি রিয়াল মাদ্রিদের জন্য ধ্বংসাত্মক হয়ে উঠছে।’

টিএইচ

News