ঢাকা,

০৩ ডিসেম্বর ২০২৪


বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৬:৫৫, ৩ অক্টোবর ২০২৪

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ফাইল ছবি

শারজাহতে স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয়া স্কটল্যান্ডের বিপক্ষে পরিসংখ্যান বাংলাদেশের অনুকূলে। ৪ দেখায় ৪ বারই জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সে সংখ্যার হিসাব ছাপিয়ে দীর্ঘ ১০ বছরের আক্ষেপ অবসানের সুযোগ জ্যোতি-নাহিদাদের সামনে। ২০১৪ সালের পর চারটি ভিন্ন বিশ্বকাপ খেললেও এখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবার সুযোগ সেই আক্ষেপ মেটানোর।

এ ম্যাচের আগে মাইলফলকের সামনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও স্পিনার নাহিদা আখতার। প্রথম বাংলাদেশি হিসেবে নারীদের ক্রিকেটে ১০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অপেক্ষায় জ্যোতি। অন্যদিকে নাহিদা সাকিব-মোস্তাফিজের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকের সামনে। তার দরকার আর এক উইকেট।

বাংলাদেশ একাদশ
মুর্শিদা খাতুন, সাথি রাণি, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি, তাজ নাহার, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খাতুন, নাহিদা আক্তার ও মারফা আক্তার।

স্কটল্যান্ড একাদশ
সাস্কিয়া হরলে, সারাহ ব্রাইস, ক্যাথরিন ব্রাইস, অ্যালসা লিস্টার, প্রিয়ানাজ চ্যাটার্জি, ডারসি কার্টার, লরনা জ্যাক, ক্যাথরিন ফ্র্যাজার, রাচেল স্ল্যাটার, আবতাহা মাকসুদ ও অলিভিয়া বেল।

ইউ

News