ঢাকা,

২১ নভেম্বর ২০২৪


আবারো রেকর্ড গড়লেন সাকিব

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৪:৪০, ২১ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৫:৩৬, ২১ সেপ্টেম্বর ২০২৪

আবারো রেকর্ড গড়লেন সাকিব

ছবি সংগৃহীত

সাকিব আল হাসান ছন্দে নেই মোটেও। তবে তাই বলে তা রেকর্ড গড়া থেকে তাকে আটকে রাখতে পারছে না। চলমান চেন্নাই টেস্টেও গড়ে ফেলেছেন রেকর্ড। 

২০ সেপ্টেম্বর (শুক্রবার) সাকিব ব্যাট হাতে দলীয় সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেছেন। তবে তিনি যে ঢঙে আউট হয়েছেন, তা নিয়ে সমালোচনা হয়েছে বেশ। এর আগে পরে বল হাতেও ভালো করেননি তিনি।

তবে তিনি আজ একটা রেকর্ড গড়ে ফেলেছেন। তিনি বনে গেছেন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলতে নামা ক্রিকেটার। আজ চেন্নাই টেস্টের তৃতীয় দিনে পা রাখতেই এই রেকর্ডটা গড়েছেন তিনি। 

আজ সাকিবের বয়স ৩৭ বছর ১৮১ দিন। এর আগে সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার কীর্তিটা ছিল মোহাম্মদ রফিকের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৮ সালে তিনি তার বিদায়ী টেস্টটা খেলেছেন ৩৭ বছর ১৮০ দিন বয়সে। সাকিব গতকাল তার সে রেকর্ড ছুঁয়েছিলেন, আজ একেবারে নিজেরই করে নিলেন।

টেস্ট ক্রিকেটের রেকর্ডটা ভাঙতে অবশ্য সাকিবকে খেলতে হবে আরো অনেক দিন, প্রায় ১৫ বছর! এই রেকর্ডটা ইংল্যান্ডের উইলফ্রেড রোডসের দখলে। তিনি সবশেষ টেস্টটা খেলেছিলেন ৫২ বছর ১৬৫ দিন বয়সে। টেস্ট ক্রিকেটে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারটাও তার। তিনি খেলেছেন ৩০ বছর ৩১৫ দিন ধরে। 

ইউ

News