ঢাকার বনানী এলাকার কামাল আতাতুর্ক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে তারা এই আন্দোলন করছেন বলে জানা যায়।
আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের একজন বলেন, “আমরা সর্বশেষ গত আগস্টে আন্দোলন স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করেছিলাম। তখন প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছিল ডিসেম্বরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসের দাবি মেনে নেবেন। কিন্তু এখনো আমরা কোনো ফলাফল পাইনি। এই মুহূর্তে অযোগ্য দুর্নীতিবাজ ভিসি ও বিওটির চেয়ারম্যান থেকে বিশ্ববিদ্যালয়কে মুক্ত করে স্থায়ী ক্যাম্পাসের দাবি পূরণ করতে হবে।”
টিএইচ