ঢাকা,

০৪ ডিসেম্বর ২০২৪


গণমাধ্যমে হামলা হলে অবশ্যই ব্যবস্থা নেবো: নাহিদ ইসলাম

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৮:৩১, ২৬ নভেম্বর ২০২৪

গণমাধ্যমে হামলা হলে অবশ্যই ব্যবস্থা নেবো: নাহিদ ইসলাম

ফাইল ছবি

সম্প্রতি ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভের বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, গতকাল বলেছিল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন তৈরি হলে সরকার অবশ্যই ভূমিকা পালন করবে। পত্রিকা অফিসে ভাঙচুর হলে বা চাপ প্রয়োগ করলে সেটা অবশ্যই আমরা আইনগতভাবে দেখবো।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জনগণ যেভাবে প্রত্যাশা করে সেভাবে গণমাধ্যমের সহায়তা পাচ্ছে না। বিগত সময়ে গণমাধ্যমের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছিল। মানুষের মনেও নানান কারণে ক্ষোভ তৈরি হয়েছে৷ সেটা স্পষ্ট করা সেই গণমাধ্যমের দায়িত্ব। তবে কোনও গণমাধ্যম অফিসে ভাঙচুর হলে সেটা সরকার দেখবে। এখনও দেশের প্রতিষ্ঠিত অনেক গণমাধ্যম ভুল সংবাদ ও গুজব প্রচার করছে।

সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অন্তর্বর্তী সরকার সব ধরনের পরিবেশ নিশ্চিত করবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, সংবাদমাধ্যমে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কম। এখানে সিদ্ধান্ত নিতে হবে সংবাদ কক্ষগুলোকে। তাৎক্ষণিক ভোল পাল্টানো সমাধান নয়, সত্য স্বীকারের মাধ্যমে জাতীয় পুনর্মিলন সম্ভব।

বিশৃঙ্খলা এড়াতে পুলিশ অবশ্যই কঠোর হবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতি সামাল দিতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে। ক্ষোভ থেকে আন্দোলন হতে পারে। তবে আইনশৃঙ্খলা লঙ্ঘনের পর্যায়ে গেলে সেটি দেখা হবে। আমরা চাই না আগের আমলের মতো পুলিশ জনতার বুকে গুলি চালাক। তবে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ অবশ্যই কঠোর হবে, সেভাবে পুলিশ বাহিনীকে পুনর্গঠন করা হচ্ছে।

টিএইচ

News