ঢাকা,

০৩ ফেব্রুয়ারি ২০২৫


একুশে বইমেলা

বইমেলায় আসছে জহিরুলের ‌’অধরা স্বপ্ন’

প্রকাশিত হয়েছে: ১৯:২২, ২ ফেব্রুয়ারি ২০২৫

বইমেলায় আসছে জহিরুলের ‌’অধরা স্বপ্ন’

অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হতে যাচ্ছে সাংবাদিক জহিরুল ইসলামের প্রথম উপন্যাস 'অধরা স্বপ্ন'। বইটি প্রকাশ করছে টাঙ্গন প্রকাশনী। মেলার প্রথম সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে টাঙ্গনের স্টলসহ মোট তিনটি স্টলে উপন্যাসটি পাওয়া যাবে।

এছাড়াও রংপুর, খুলনা ও মানিকগঞ্জ বই মেলায় টাঙ্গনের স্টলে মিলবে বইটি। উপন্যাসের মূল চরিত্র এক সময়ের দুরন্ত কিশোর আরেক সময়ের পরিবারের স্বপ্নখুঁটি নিজাম। তার কিশোর বয়সের প্রেম-ভালোবাসা এবং সংগ্রামের আবেগ ছাড়িয়ে বাবার মৃত্যুতে নতুন পথের যাত্রা! বাবার মৃত্যুর আঘাতেও থেমে না থাকা। বাবা’র পাকাঘরের স্বপ্নপূরণের চিন্তা শত বাধা আর দারিদ্রতার মধ্যেও কখনো ভুলে না যাওয়া। বাবা’র রেখে যাওয়া ঋণ পরিশোধ করে ভালোবাসার বন্ধনে বেঁধে রাখেন মা, বোন ও বিয়ের পর স্ত্রী-সন্তানকে।

এভাবেই এগোতে থাকে গল্প.........' অধরা স্বপ্ন নিয়ে জহিরুল ইসলাম বলেন, ‌'জীবনের অনেক অপরিহার্য কিছু হারিয়ে গেলেও জীবন থেমে থাকে না। সময়ের সাথে সাথে অপরিহার্য বিষয়টি অপ্রয়োজনীয় হয়ে ওঠে। জন্মের পর থেকেই এই পাওয়া না পাওয়ার খেলা চলতে থাকে। গল্পের নায়ক নিজাম জীবনের স্বপ্নের মণিকে ছুঁয়ে দেখার জন্য একসময় বিদেশ যাত্রা করেন। প্রবাসে থেকে অর্থ উপার্যন করে দেশের ফেরেন। এরমধ্যে বিচ্ছেদ, সন্তানের অসুস্থ্যতা, নিজের অসুস্থ্যতা, সামাজিক চাপ ও কুসংস্কার কত কিছুই না দেখতে হয় তাকে।

এসব কিছু উৎরাতে সব সময় পাশে পান স্ত্রী সাথিকে।' ‘অধরা স্বপ্ন’ প্রকাশ করছে টাঙ্গন প্রকাশনী। মেলার প্রথম সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে টাঙ্গনের ৯ নম্বর স্টল, বাংলা একাডেমি প্রাঙ্গণে ঢাকা রিপোর্টার্স ইউনিটি'র ৯৬২ নম্বর স্টল (নজরুল মঞ্চের সামনে) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৯৯২ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। এছাড়াও রকমারি ডটকমসহ বইটি মিলবে বিভিন্ন অনলাইন প্লাটফরমেও। বইটির দাম ২৫০ টাকা।

টিএইচ

News