
ক্যারিবীয় দেশ ডমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদ ধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ জনে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা অনেকে। খবর যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম সিএনএনের।
২৪ থেকে ৩৬ ঘণ্টা সময় লাগতে পারে তাদের উদ্ধার করতে। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে দেড় শতাধিক মানুষকে। উদ্ধারকাজে যোগ দিয়েছে ৪শ’ উদ্ধারকর্মী।
দেশটির প্রেসিডেন্ট জানান, নিহতদের তালিকায় দেশটির এক পৌরসভার গভর্নরও রয়েছেন। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় ক্লাবটিতে পারফর্ম করছিলেন রুবি পেরেজ নামের এক সঙ্গীতশিল্পী। দুর্ঘটনায় তিনিও আহত হয়েছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৮ এপ্রিল) ডমিনিকার রাজধানীতে শান্ত ডোমিঙ্গো এলাকার জেট সেট নাইটক্লাবে হয় ভয়াবহ এই দুর্ঘটনা। এই ঘটনায় আহত হয়েছেন প্রায় ২শ’ জন।
টিএইচ